গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিছিন্ন করে দেয়ায় বন্ধ রয়েছে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো। এতে গত ১৫ দিনে এ খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকা।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন ট্যানারি শিল্প মালিকরা। চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একদিকে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিছিন্ন করেছে। কিন্তু সাভারের চামড়া শিল্পনগরীতে ১৫৫টি ট্যানারির অনুমোদন দিলেও সেখানে গ্যাস সংযোগ দেওয়া মাত্র নয়টিতে। এতে করে ক্ষতির মুখে পড়েছে চামড়া শিল্প।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ১৫ দিনে দুই হাজার ৬৮৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ট্যানারি শিল্প প্রতিষ্ঠানে ক্ষতি এক হাজার ২৩৭ কোটি টাকা। রফতানিতে ক্ষতির পরিমাণ এক হাজার ১১ কোটি টাকা। এছাড়াও চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৭ কোটি টাকা।
এদিকে, গত ৯ এপ্রিল এক নির্দেশে আদালত পরবর্তী ১৫ দিনের মধ্যে সাভারের ট্যানারি শিল্প এলাকার সব কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ দেয়ার নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল বুধবার ছিল আদালতের বেঁধে দেয়া সময়ের শেষ দিন। কিন্তু এখন পর্যন্ত মাত্র গ্যাস সংযোগ দেয়া হয়েছে নয়টি কারখানায়।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, ‘সাভারের চামড়া শিল্পনগরীতে অবিলম্বে সব কারখানায় গ্যাস-বিদ্যুতের সংযোগসহ নয় দফা দাবি আদায়ে আমরা রাজপথে আছি। প্রয়োজনে আদালতে যাব।’
তাদের দাবিগুলো হলো- ২০০৩ সালের সমঝোতা স্মারক অনুযায়ী শিল্পনগরীর প্লটের মালিকানা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করা, শিল্পনগরীতে আন্তর্জাতিক মানের সিইটিপি, ক্রোম রিকভারি ইউনিট ও ডাম্পিং ইয়ার্ড নির্মাণ নিশ্চিতকরণ, আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে সাভার চামড়া শিল্পনগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, শ্রমিকদের আবাসন, সেক্টর সংশ্লিষ্ট সংগঠনগুলোর পুনর্বাসনের লক্ষ্যে বরাদ্দসহ প্লট না পাওয়া উদ্যোক্তাদের প্লট দেয়া, বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ বরাদ্দ, কারখানার উৎপাদন বন্ধ হওয়ায় যেসব রফতানি আদেশ বাতিল হবে এবং ক্রেতাদের দাবি করা ক্ষতিপূরণের অর্থ সরকার কর্তৃক পরিশোধ, বিসিকের অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত এবং শিল্প উদ্যোক্তাদের বিদ্যমান ঋণ ব্লক ও সুদ মওকুফ করা। এছাড়া হাজারীবাগের জমিতে ডিজাইন প্ল্যান পাসের ওপর রাজউকের নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিটিএর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ট্যানারি ওয়ার্কাস ইউনিরয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন ট্যানারি শিল্প মালিকরা। চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একদিকে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিছিন্ন করেছে। কিন্তু সাভারের চামড়া শিল্পনগরীতে ১৫৫টি ট্যানারির অনুমোদন দিলেও সেখানে গ্যাস সংযোগ দেওয়া মাত্র নয়টিতে। এতে করে ক্ষতির মুখে পড়েছে চামড়া শিল্প।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ১৫ দিনে দুই হাজার ৬৮৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ট্যানারি শিল্প প্রতিষ্ঠানে ক্ষতি এক হাজার ২৩৭ কোটি টাকা। রফতানিতে ক্ষতির পরিমাণ এক হাজার ১১ কোটি টাকা। এছাড়াও চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৭ কোটি টাকা।
এদিকে, গত ৯ এপ্রিল এক নির্দেশে আদালত পরবর্তী ১৫ দিনের মধ্যে সাভারের ট্যানারি শিল্প এলাকার সব কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ দেয়ার নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল বুধবার ছিল আদালতের বেঁধে দেয়া সময়ের শেষ দিন। কিন্তু এখন পর্যন্ত মাত্র গ্যাস সংযোগ দেয়া হয়েছে নয়টি কারখানায়।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, ‘সাভারের চামড়া শিল্পনগরীতে অবিলম্বে সব কারখানায় গ্যাস-বিদ্যুতের সংযোগসহ নয় দফা দাবি আদায়ে আমরা রাজপথে আছি। প্রয়োজনে আদালতে যাব।’
তাদের দাবিগুলো হলো- ২০০৩ সালের সমঝোতা স্মারক অনুযায়ী শিল্পনগরীর প্লটের মালিকানা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করা, শিল্পনগরীতে আন্তর্জাতিক মানের সিইটিপি, ক্রোম রিকভারি ইউনিট ও ডাম্পিং ইয়ার্ড নির্মাণ নিশ্চিতকরণ, আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে সাভার চামড়া শিল্পনগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, শ্রমিকদের আবাসন, সেক্টর সংশ্লিষ্ট সংগঠনগুলোর পুনর্বাসনের লক্ষ্যে বরাদ্দসহ প্লট না পাওয়া উদ্যোক্তাদের প্লট দেয়া, বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ বরাদ্দ, কারখানার উৎপাদন বন্ধ হওয়ায় যেসব রফতানি আদেশ বাতিল হবে এবং ক্রেতাদের দাবি করা ক্ষতিপূরণের অর্থ সরকার কর্তৃক পরিশোধ, বিসিকের অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত এবং শিল্প উদ্যোক্তাদের বিদ্যমান ঋণ ব্লক ও সুদ মওকুফ করা। এছাড়া হাজারীবাগের জমিতে ডিজাইন প্ল্যান পাসের ওপর রাজউকের নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিটিএর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ট্যানারি ওয়ার্কাস ইউনিরয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
রমজানের আগে ডলারের দাম বৃদ্ধি ভালো লক্ষণ নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘রমজানের আগে ডলারের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমাদের ৩২ বিলিয়ন ডলারের রিজার্ভ আছে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে আমরা রিজার্ভের ডলার ব্যবহার করবো।’
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তোফায়েল বলেন, ডলারের মূল্য বৃদ্ধির বিষয়ে এ মুহূর্তে উদ্যোগ না নিলে এর প্রভাব রমজানে পড়বে। বিষয়টি নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনি কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। ফলে ডলারের দাম ৮৪ থেকে ৮২ টাকায় নেমে এসেছে। আশা করছি এটি ৮০ টাকার নিচে নেমে আসবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কাউন্সিল আছে। ২০১৫ সালে কাউন্সিলের সর্বশেষ সভা হয়েছে। এই কাউন্সিলের আগামী সভা করতে আমার সম্মতি নিতে এসেছিলেন তিনি। চলতি বছরেই এ সভা অনুষ্ঠিত হবে। তবে সভার তারিখ দুই দেশ পরবর্তীতে আলোচনা করে নির্ধারণ করবে।’
সভায় কী বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিয়েতনামে আমরা ওষুধ রফতানি করি। তাই সেখানে ওষুধ রফতানিতে আমরা ডিউটি ফ্রি সুবিধা চাইবো।’
হঠাৎ করে ডলারের দাম উঠেছে ৮৪ টাকা ৮০ পয়সা। ফলে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। আর বড় আমদানি দায় পরিশোধ করতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো।
তিনি বলেন, ‘রমজানের আগে ডলারের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমাদের ৩২ বিলিয়ন ডলারের রিজার্ভ আছে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে আমরা রিজার্ভের ডলার ব্যবহার করবো।’
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তোফায়েল বলেন, ডলারের মূল্য বৃদ্ধির বিষয়ে এ মুহূর্তে উদ্যোগ না নিলে এর প্রভাব রমজানে পড়বে। বিষয়টি নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনি কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। ফলে ডলারের দাম ৮৪ থেকে ৮২ টাকায় নেমে এসেছে। আশা করছি এটি ৮০ টাকার নিচে নেমে আসবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কাউন্সিল আছে। ২০১৫ সালে কাউন্সিলের সর্বশেষ সভা হয়েছে। এই কাউন্সিলের আগামী সভা করতে আমার সম্মতি নিতে এসেছিলেন তিনি। চলতি বছরেই এ সভা অনুষ্ঠিত হবে। তবে সভার তারিখ দুই দেশ পরবর্তীতে আলোচনা করে নির্ধারণ করবে।’
সভায় কী বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিয়েতনামে আমরা ওষুধ রফতানি করি। তাই সেখানে ওষুধ রফতানিতে আমরা ডিউটি ফ্রি সুবিধা চাইবো।’
হঠাৎ করে ডলারের দাম উঠেছে ৮৪ টাকা ৮০ পয়সা। ফলে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। আর বড় আমদানি দায় পরিশোধ করতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো।
ভারতে নতুন প্রজন্মের মধ্যে রক্তদানের প্রবণতা কমছে। সম্প্রতি রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থার গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
এক সমীক্ষায় দেখা গেছে, গত কয়েক দশকের মধ্যে অনূর্ধ্ব পঁচিশের একটি বড় অংশের মধ্যে রক্তদানের ইচ্ছে কমেছে। ২০১৬-১৭ সালে বিভিন্ন জেলার ৫শ রক্তদান কেন্দ্রে সমীক্ষা চালিয়ে দেখা গেছে ৬০ শতাংশ রক্তদাতার বয়স পঞ্চাশের উপরে। কেন্দ্রগুলোতে ১৮ থেকে ২৫ বছর বয়সী রক্তদাতার সংখ্যা মাত্র ২৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বছরে কলকাতাতেই রক্ত লাগে প্রায় ১০ লাখ ইউনিট। তার মধ্যে ৭ লাখ ইউনিট রক্তের জোগান দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু নতুন প্রজন্ম এই কাজে এগিয়ে না আসায় সমস্যায় পড়ছে ব্লাড ব্যাংকগুলো। কারণ শারীরিক সমস্যার ফলে রক্তদানে সমস্যা হয় প্রবীণ নাগরিকদের। শরীরে বিভিন্ন রোগ থাকলে তাদের রক্ত কাজে লাগে না। নতুন প্রজন্মের সেসব সমস্যা অনেক কম থাকে। তবুও তারা রক্তদানে আগ্রহী না।
রক্তদানের সঙ্গে যুক্ত অনেকেরই বক্তব্য, গরমকালে রক্তদান শিবির কম হয় এবং সেখানে রক্তদাতার সংখ্যাও থাকে কম। তার জেরেই গরমে রক্তের সঙ্কটে ভোগে অধিকাংশ ব্লাড ব্যাংক। কিন্তু নতুন প্রজন্ম রক্তদানে এগিয়ে না এলে রক্তের ঘাটতি থাকবে সারাবছর। ফলে রোগীদের ভোগান্তি আরও বাড়বে।
তার ওপর ব্লাড ব্যাংকের পরিচালনা পদ্ধতির মধ্যে সমন্বয়হীনতার কারণে গত পাঁচ বছরে ২৮ লাখ ইউনিট রক্ত ও রক্তের অন্যান্য উপাদান নষ্ট হয়ে গেছে।
ভারতের বর্তমান জনগোষ্ঠী ১.২ বিলিয়ন। প্রতিবছর দেশটিতে ১২ মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন হয়। চাহিদার বিপরীতে দেশটিতে সংগ্রহ করা যায় মাত্র নয় মিলিয়ন ইউনিট রক্ত। আরও তিন মিলিয়ন ইউনিট রক্তের অভাব থেকেই যায়। ফলে মারাত্মক রক্ত সঙ্কটে পড়তে যাচ্ছে দেশটি।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অপূর্ব ঘোষ জানান, নতুন প্রজন্মকে রক্তদানের প্রয়োজনীয়তা বোঝানোর কোনও স্পষ্ট পরিকল্পনা নেই স্বাস্থ্য দফতরের। রক্তদানে তাদের এগিয়ে না আসার পেছনে এটাও একটা বড় কারণ।
নতুন প্রজন্ম যে রক্তদানে উৎসাহী হচ্ছে না সে কথা স্বীকার করে নিয়েছেন স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক, স্নায়ুরোগ বিশেষজ্ঞ তৃষিত রায়ও। তিনি বলেন, ‘শুধু শিবিরের আয়োজন নয়, রক্তদানের প্রয়োজনীয়তা বোঝানোর কর্মসূচিও বাড়াতে হবে। আমরাও সে নিয়ে ভাবনাচিন্তা করছি।’
তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, পারিবারিকভাবে সন্তানকে এ ব্যাপারে কোনো জ্ঞান না দেওয়ার কারণে তারা রক্ত দিতে আগ্রহী হয়ে ওঠে না। ছোটোবেলা থেকেই সন্তানকে জীবের প্রতি ভালবাসা, পরোপকারী হওয়ার উৎসাহ প্রদানের কথাও বলেন তারা।
এক সমীক্ষায় দেখা গেছে, গত কয়েক দশকের মধ্যে অনূর্ধ্ব পঁচিশের একটি বড় অংশের মধ্যে রক্তদানের ইচ্ছে কমেছে। ২০১৬-১৭ সালে বিভিন্ন জেলার ৫শ রক্তদান কেন্দ্রে সমীক্ষা চালিয়ে দেখা গেছে ৬০ শতাংশ রক্তদাতার বয়স পঞ্চাশের উপরে। কেন্দ্রগুলোতে ১৮ থেকে ২৫ বছর বয়সী রক্তদাতার সংখ্যা মাত্র ২৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বছরে কলকাতাতেই রক্ত লাগে প্রায় ১০ লাখ ইউনিট। তার মধ্যে ৭ লাখ ইউনিট রক্তের জোগান দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু নতুন প্রজন্ম এই কাজে এগিয়ে না আসায় সমস্যায় পড়ছে ব্লাড ব্যাংকগুলো। কারণ শারীরিক সমস্যার ফলে রক্তদানে সমস্যা হয় প্রবীণ নাগরিকদের। শরীরে বিভিন্ন রোগ থাকলে তাদের রক্ত কাজে লাগে না। নতুন প্রজন্মের সেসব সমস্যা অনেক কম থাকে। তবুও তারা রক্তদানে আগ্রহী না।
রক্তদানের সঙ্গে যুক্ত অনেকেরই বক্তব্য, গরমকালে রক্তদান শিবির কম হয় এবং সেখানে রক্তদাতার সংখ্যাও থাকে কম। তার জেরেই গরমে রক্তের সঙ্কটে ভোগে অধিকাংশ ব্লাড ব্যাংক। কিন্তু নতুন প্রজন্ম রক্তদানে এগিয়ে না এলে রক্তের ঘাটতি থাকবে সারাবছর। ফলে রোগীদের ভোগান্তি আরও বাড়বে।
তার ওপর ব্লাড ব্যাংকের পরিচালনা পদ্ধতির মধ্যে সমন্বয়হীনতার কারণে গত পাঁচ বছরে ২৮ লাখ ইউনিট রক্ত ও রক্তের অন্যান্য উপাদান নষ্ট হয়ে গেছে।
ভারতের বর্তমান জনগোষ্ঠী ১.২ বিলিয়ন। প্রতিবছর দেশটিতে ১২ মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন হয়। চাহিদার বিপরীতে দেশটিতে সংগ্রহ করা যায় মাত্র নয় মিলিয়ন ইউনিট রক্ত। আরও তিন মিলিয়ন ইউনিট রক্তের অভাব থেকেই যায়। ফলে মারাত্মক রক্ত সঙ্কটে পড়তে যাচ্ছে দেশটি।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অপূর্ব ঘোষ জানান, নতুন প্রজন্মকে রক্তদানের প্রয়োজনীয়তা বোঝানোর কোনও স্পষ্ট পরিকল্পনা নেই স্বাস্থ্য দফতরের। রক্তদানে তাদের এগিয়ে না আসার পেছনে এটাও একটা বড় কারণ।
নতুন প্রজন্ম যে রক্তদানে উৎসাহী হচ্ছে না সে কথা স্বীকার করে নিয়েছেন স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক, স্নায়ুরোগ বিশেষজ্ঞ তৃষিত রায়ও। তিনি বলেন, ‘শুধু শিবিরের আয়োজন নয়, রক্তদানের প্রয়োজনীয়তা বোঝানোর কর্মসূচিও বাড়াতে হবে। আমরাও সে নিয়ে ভাবনাচিন্তা করছি।’
তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, পারিবারিকভাবে সন্তানকে এ ব্যাপারে কোনো জ্ঞান না দেওয়ার কারণে তারা রক্ত দিতে আগ্রহী হয়ে ওঠে না। ছোটোবেলা থেকেই সন্তানকে জীবের প্রতি ভালবাসা, পরোপকারী হওয়ার উৎসাহ প্রদানের কথাও বলেন তারা।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের তিস্তা নদীর ব্লক তৈরির কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মসিউর রহমান রাঙ্গা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সর্বত্রই সরকার পরিকল্পিতভাবে উন্নয়ন করে যাচ্ছে। ইতোমধ্যেই গংগাচড়া উপজেলার তিস্তা নদী শাসনের জন্য সরকারি ২০০ কোটি টাকা বরাদ্দের কাজ শুরু হয়েছে, যা বাস্তবায়ন হলে হাজার হাজার পরিবার তিস্তার ভাঙন থেকে রক্ষা পাবে। তখন চড়াঞ্চলে বসবাসকারী লোকজনও উন্নত জীবন যাপন করবেন।
লক্ষ্মীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান খান, প্রকৌশলী হারুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা জাপা সভাপতি ও জেলা পরিষদ সদস্য সামসুল আলম।
মমতা নয় তিস্তা ইস্যুতে মোদিই ভরসা। ভারতের জলপাইগুড়ির মেটেলিতে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমন মন্তব্য করেছেন।
এরশাদের মেয়ের জামাই তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। তাকে পাশে বসিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে দু’কথা শুনিয়ে দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
স্পষ্ট করেই এরশাদ জানান, তিস্তার জলের জন্য মমতার ওপর তার বিন্দুমাত্র ভরসা নেই। তিস্তা নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই যাবেন।
বুধবার বিকেলে বাতাবাড়িতে যান এরশাদ। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নুরজাহান বেগম ও জামাই রেজাউল বাকিকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি।
এরশাদ বলেন, ‘পশ্চিমবঙ্গ গজলডোবায় বাঁধ দিয়ে তিস্তার সব জল আটকে রাখা হয়েছে। আমাদের চাষিরা পানির জন্য মরছে। অথচ মমতার মন গলে না। মমতার সঙ্গে আর এ নিয়ে কোনো কথা বলব না, যা কথা হবে মোদির সঙ্গে। তিনি আমাদের তিস্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
এরশাদের মেয়ের জামাই তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। তাকে পাশে বসিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে দু’কথা শুনিয়ে দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
স্পষ্ট করেই এরশাদ জানান, তিস্তার জলের জন্য মমতার ওপর তার বিন্দুমাত্র ভরসা নেই। তিস্তা নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই যাবেন।
বুধবার বিকেলে বাতাবাড়িতে যান এরশাদ। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নুরজাহান বেগম ও জামাই রেজাউল বাকিকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি।
এরশাদ বলেন, ‘পশ্চিমবঙ্গ গজলডোবায় বাঁধ দিয়ে তিস্তার সব জল আটকে রাখা হয়েছে। আমাদের চাষিরা পানির জন্য মরছে। অথচ মমতার মন গলে না। মমতার সঙ্গে আর এ নিয়ে কোনো কথা বলব না, যা কথা হবে মোদির সঙ্গে। তিনি আমাদের তিস্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
রংপুরের গংগাচড়ায় শাহ আলম (৩০) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতগারী মোহুরী পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহ আলমের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহ আলমের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
১২ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োজিত করা যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ১২ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োজিত করবেন না। এছাড়া গৃহকর্মে নিয়োজিতদের গায়ে হাত তুলবেন না।
বৃহস্পতিবার ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ (২৮ এপ্রিল) ও ১ মে ‘মহান মে দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তির আগেই বাংলাদেশে আর কোনো শ্রমিক অসহায় থাকবে না। শ্রমিকের কল্যাণে সরকার কল্যাণমুখী নানা পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।
দেশের প্রতিটি কারখানায় সেফটি কমিটি করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত এক হাজার কারখানায় এ কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে পোশাক কারখানাগুলোতে এ কমিটি করা হলেও পর্যায়ক্রমে অন্য কারখানাগুলোতেও করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মহান মে দিবসে এবারের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
এছাড়া শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় পেশাগত সেফটি ও স্বাস্থ্য দিবস পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘শোভন কর্ম পরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ দিবসটি পালিত হচ্ছে।
বৃহস্পতিবার ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ (২৮ এপ্রিল) ও ১ মে ‘মহান মে দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তির আগেই বাংলাদেশে আর কোনো শ্রমিক অসহায় থাকবে না। শ্রমিকের কল্যাণে সরকার কল্যাণমুখী নানা পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।
দেশের প্রতিটি কারখানায় সেফটি কমিটি করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত এক হাজার কারখানায় এ কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে পোশাক কারখানাগুলোতে এ কমিটি করা হলেও পর্যায়ক্রমে অন্য কারখানাগুলোতেও করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মহান মে দিবসে এবারের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
এছাড়া শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় পেশাগত সেফটি ও স্বাস্থ্য দিবস পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘শোভন কর্ম পরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ দিবসটি পালিত হচ্ছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদী থেকে মো. দেলোয়ার হোসেন নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন নড়াইল গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শাহ্ আলম ভুইয়া জানান, গত ২৫ এপ্রিল নড়াইল থেকে ঈগল পরিবহনের একটি নৈশ কোচে ঢাকা যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নড়াইলে তিনি একাই থাকতেন। তার পরিবার ঢাকায় বসবাস করত। অগামী নভেম্বর মাসে তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামের মহেশখালী ছিল বিচ্ছিন্ন দ্বীপ, যা চিরদিন অবহেলিত ছিল। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে এবং বিশ্বব্যাপী এই মহেশখালীর একটি সংযোগ স্থাপিত হয়ে গেল আজ। সারা বিশ্ব আজ মহেশখালীবাসীর হাতের মুঠোয়।
আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ডিজিটাল আইল্যান্ড মহেশখালী’ প্রকল্পের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার ভিডিও কনফরেন্সটি সঞ্চালনা করেন।
শেখ হাসিনা বলেন, শুধু মহেশখালী নয়, আরও যেসব বিচ্ছিন্ন এলাকা আছে সেখানেও আমরা এই ডিজিটাল পদ্ধতি চালু করে দেব। আর মহাশূন্যে আমরা যে স্যাটেলাইট উৎক্ষেপণ করব (বঙ্গবন্ধু স্যাটেলাইট) সেটা উৎক্ষেপণ হয়ে গেলে আরও সুবিধা হবে।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ অঞ্চলের জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষ আর নিজেদের কখনও অবহেলিত ভাববে না। তাছাড়া মহেশখালীতে আমরা আরও অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। কাজেই এই অঞ্চলের সার্বিকভাবে উন্নতি হবে।
তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের মানুষ আরও উন্নতমানের শিক্ষার সুযোগ পাবে, চিকিৎসার সুযোগ পাবে, তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। সারা বিশ্বকে জানতে পারবে। দেশে-বিদেশে যোগাযোগটা রাখতে পারবে।
শেখ হাসিনা বলেন, আমরা একটি স্বাধীন জাতি। এই স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তিনি আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা, সেভাবেই গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসীমা আমরা পেয়েছি। এই সমুদ্র সম্পদকে কাজে লাগানো এবং পাশাপাশি জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন করাই হচ্ছে আমাদের সরকারের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পরই উদ্যোগ নিয়েছি পতিত অঞ্চলগুলোর উন্নয়নের জন্য। কারণ আমাদের অর্থনৈতিক নীতিমালার মূল কথাটাই হচ্ছে উন্নয়নের ছোঁয়াটা একেবারে তৃণমূল পর্যায় থেকে হবে। সাধারণ গ্রামের মানুষ, বিচ্ছিন্ন এলকার মানুষ, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ অঞ্চলের মানুষ, হাওড়-বাওড় অঞ্চলের মানুষ যেন এই উন্নতির ছোঁয়াটা পায়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, এ অঞ্চলের জনগণ ইতোমধ্যেই ডিজিটাল স্বাস্থ্যসেবা পেতে শুরু করেছেন। এখানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা, গর্ভবতী মায়েদের জন্য ডিজিটাল আল্ট্রাসাউন্ড সেবা, ইউরিন অ্যানালাইজার প্রভৃতি সেবা প্রদান করা হচ্ছে।
প্রায় ৩৬২ দশমিক ১৮ বর্গকিলোমিটার আয়তনের মহেশখালী দ্বীপের ৪ লাখ বাসিন্দার জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। প্রায় ২২ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। কোরিয়ান টেলিকম (কেটি) প্রতিষ্ঠানের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে মহেশখালীর মোট জনসংখ্যার ৩০ শতাংশ উচ্চগতির ইন্টারনেট এবং প্রযুক্তি সেবা পাবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রবেশাধিকার বাড়বে।
অনুষ্ঠানে সরাসরি দক্ষিণ কোরিয়ার সিউল থেকে কোরিয়া টেলিকম (কেটি) কোম্পানির শীর্ষ কর্মকর্তারা, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার আহমেদ এবং দেশের মহেশখালী প্রান্তে আইসিটি প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনগণ সম্পৃক্ত ছিলেন।
অনুষ্ঠানে সিউল প্রান্ত থেকে কেটির চেয়ারম্যান কিউ শিক শিন, মহেশখালী প্রান্ত থেকে আইওএমের চিফ অব মিশন শরৎ চন্দ্র দাস এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বক্তব্য রাখেন।
গণভবনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওন দো, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ডিজিটাল আইল্যান্ড মহেশখালী’ প্রকল্পের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার ভিডিও কনফরেন্সটি সঞ্চালনা করেন।
শেখ হাসিনা বলেন, শুধু মহেশখালী নয়, আরও যেসব বিচ্ছিন্ন এলাকা আছে সেখানেও আমরা এই ডিজিটাল পদ্ধতি চালু করে দেব। আর মহাশূন্যে আমরা যে স্যাটেলাইট উৎক্ষেপণ করব (বঙ্গবন্ধু স্যাটেলাইট) সেটা উৎক্ষেপণ হয়ে গেলে আরও সুবিধা হবে।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ অঞ্চলের জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষ আর নিজেদের কখনও অবহেলিত ভাববে না। তাছাড়া মহেশখালীতে আমরা আরও অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। কাজেই এই অঞ্চলের সার্বিকভাবে উন্নতি হবে।
তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের মানুষ আরও উন্নতমানের শিক্ষার সুযোগ পাবে, চিকিৎসার সুযোগ পাবে, তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। সারা বিশ্বকে জানতে পারবে। দেশে-বিদেশে যোগাযোগটা রাখতে পারবে।
শেখ হাসিনা বলেন, আমরা একটি স্বাধীন জাতি। এই স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তিনি আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা, সেভাবেই গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসীমা আমরা পেয়েছি। এই সমুদ্র সম্পদকে কাজে লাগানো এবং পাশাপাশি জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন করাই হচ্ছে আমাদের সরকারের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পরই উদ্যোগ নিয়েছি পতিত অঞ্চলগুলোর উন্নয়নের জন্য। কারণ আমাদের অর্থনৈতিক নীতিমালার মূল কথাটাই হচ্ছে উন্নয়নের ছোঁয়াটা একেবারে তৃণমূল পর্যায় থেকে হবে। সাধারণ গ্রামের মানুষ, বিচ্ছিন্ন এলকার মানুষ, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ অঞ্চলের মানুষ, হাওড়-বাওড় অঞ্চলের মানুষ যেন এই উন্নতির ছোঁয়াটা পায়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, এ অঞ্চলের জনগণ ইতোমধ্যেই ডিজিটাল স্বাস্থ্যসেবা পেতে শুরু করেছেন। এখানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা, গর্ভবতী মায়েদের জন্য ডিজিটাল আল্ট্রাসাউন্ড সেবা, ইউরিন অ্যানালাইজার প্রভৃতি সেবা প্রদান করা হচ্ছে।
প্রায় ৩৬২ দশমিক ১৮ বর্গকিলোমিটার আয়তনের মহেশখালী দ্বীপের ৪ লাখ বাসিন্দার জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। প্রায় ২২ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। কোরিয়ান টেলিকম (কেটি) প্রতিষ্ঠানের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে মহেশখালীর মোট জনসংখ্যার ৩০ শতাংশ উচ্চগতির ইন্টারনেট এবং প্রযুক্তি সেবা পাবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রবেশাধিকার বাড়বে।
অনুষ্ঠানে সরাসরি দক্ষিণ কোরিয়ার সিউল থেকে কোরিয়া টেলিকম (কেটি) কোম্পানির শীর্ষ কর্মকর্তারা, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার আহমেদ এবং দেশের মহেশখালী প্রান্তে আইসিটি প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনগণ সম্পৃক্ত ছিলেন।
অনুষ্ঠানে সিউল প্রান্ত থেকে কেটির চেয়ারম্যান কিউ শিক শিন, মহেশখালী প্রান্ত থেকে আইওএমের চিফ অব মিশন শরৎ চন্দ্র দাস এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বক্তব্য রাখেন।
গণভবনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওন দো, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ব ঘোষণা ছাড়াই গার্মেন্টস বন্ধ করে দেয়ার প্রতিবাদে ও পাওনা টাকা আদায়ের দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোড অবরোধ করে বিক্ষোভ করছেন আলিফ গ্রুপের হেক্সা গার্মেন্টস-এর কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সিটির সামনের সড়কে শত শত শ্রমিক অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগরে ডিসি মারুফ হোসেন সরদার।
তিনি জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা সরছেন না।
সরেজমিনে দেখা গেছে, শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের চারদিকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করায় গোটা এলিফ্যান্ট রোডের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। ফলে মিরপুর রোডে যানজট দেখা দিয়েছে। এলিফ্যান্ট রোড হয়ে যেসব বাস শাহবাগ যেত, সেসব বাস নিউমার্কেটের দিকে যাচ্ছে।
মাল্টিপ্লান সিটির বিপরীতে গার্মেন্টসটির অফিস। এ গার্মেন্টসে প্রায় ৭ বছর ধরে অপারেটর হিসেবে চাকরি করেন মারুফা নামে এক শ্রমিক । তিনি জানান, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল গার্মেন্টস বন্ধ করে দেয়া হবে। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের আশ্বাস দেয়। কিন্তু কোনো নোটিশ ছাড়াই ও আমাদের পাওনা না দিয়ে বেআইনিভাবে গার্মেন্টস বন্ধ করে দিয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের মুখপাত্র হেক্সা গার্মেন্টসের অপারেটর সোমা বলেন, আমাদের সবাইকে না জানিয়ে গতরাতে কারখানা থেকে মেশিন-যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে, আমরা কাজ হারিয়ে পথে বসে গেছি।
এ বছরের জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির কথা থাকলেও উল্টো গার্মেন্টস মালিক বেতন-বোনাস ও ওভারটাইমের টাকা না দেয় গার্মেন্টস বন্ধ করে দিলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান তিনি।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নিয়মানুযায়ী প্রত্যেক শ্রমিককে তিন মাসের বেতন ও দুই ঈদ বোনাস পরিশোধ করতে হবে। উপযুক্ত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা পথ ছাড়বেন না।
রমনার এডিসি নাবিদ কামাল শৈবাল বলেন, বিজিএমইএ’র কাছ থেকে জানলাম, তারা মালিকের সঙ্গে যোগাযোগ করেছে।
নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান জানান, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সিটির সামনের সড়কে শত শত শ্রমিক অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগরে ডিসি মারুফ হোসেন সরদার।
তিনি জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা সরছেন না।
সরেজমিনে দেখা গেছে, শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের চারদিকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করায় গোটা এলিফ্যান্ট রোডের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। ফলে মিরপুর রোডে যানজট দেখা দিয়েছে। এলিফ্যান্ট রোড হয়ে যেসব বাস শাহবাগ যেত, সেসব বাস নিউমার্কেটের দিকে যাচ্ছে।
মাল্টিপ্লান সিটির বিপরীতে গার্মেন্টসটির অফিস। এ গার্মেন্টসে প্রায় ৭ বছর ধরে অপারেটর হিসেবে চাকরি করেন মারুফা নামে এক শ্রমিক । তিনি জানান, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল গার্মেন্টস বন্ধ করে দেয়া হবে। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের আশ্বাস দেয়। কিন্তু কোনো নোটিশ ছাড়াই ও আমাদের পাওনা না দিয়ে বেআইনিভাবে গার্মেন্টস বন্ধ করে দিয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের মুখপাত্র হেক্সা গার্মেন্টসের অপারেটর সোমা বলেন, আমাদের সবাইকে না জানিয়ে গতরাতে কারখানা থেকে মেশিন-যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে, আমরা কাজ হারিয়ে পথে বসে গেছি।
এ বছরের জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির কথা থাকলেও উল্টো গার্মেন্টস মালিক বেতন-বোনাস ও ওভারটাইমের টাকা না দেয় গার্মেন্টস বন্ধ করে দিলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান তিনি।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নিয়মানুযায়ী প্রত্যেক শ্রমিককে তিন মাসের বেতন ও দুই ঈদ বোনাস পরিশোধ করতে হবে। উপযুক্ত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা পথ ছাড়বেন না।
রমনার এডিসি নাবিদ কামাল শৈবাল বলেন, বিজিএমইএ’র কাছ থেকে জানলাম, তারা মালিকের সঙ্গে যোগাযোগ করেছে।
নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান জানান, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাদেকুর রহমানের কাছে ফোন করে নিজের বাল্যবিয়ে ভেঙেছে কিশোরী রত্না খাতুন (১৬)।
রত্না খাতুন ওই গ্রামের জাক্কু মিয়ার মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
বুধবার রাতে সে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাদেকুর রহমানের কাছে ফোন দিয়ে তার অমতে জোর করে বিয়ে দেয়ার কথা জানায়। পরে ইউএনও গিয়ে তাকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেন।
জাগো নিউজকে রত্না বলে, আমি অবশ্যই বিয়ে করবো কিন্তু এখন না। এখন আমি সবে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি আরও পড়তে চাই। জীবনে কারও অনুগ্রহ নিয়ে নয়, নিজের পায়ে দাঁড়াতে চাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, আমি জানার পর গতকাল রাতে তার বাসায় ছুটে যাই। ওই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করি। বিয়ে বন্ধ হওয়ার পর রত্না অনেক খুশি। আমরা বাল্যবিয়ে বন্ধ করতে চাই।
রত্না খাতুন ওই গ্রামের জাক্কু মিয়ার মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
বুধবার রাতে সে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাদেকুর রহমানের কাছে ফোন দিয়ে তার অমতে জোর করে বিয়ে দেয়ার কথা জানায়। পরে ইউএনও গিয়ে তাকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেন।
জাগো নিউজকে রত্না বলে, আমি অবশ্যই বিয়ে করবো কিন্তু এখন না। এখন আমি সবে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি আরও পড়তে চাই। জীবনে কারও অনুগ্রহ নিয়ে নয়, নিজের পায়ে দাঁড়াতে চাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, আমি জানার পর গতকাল রাতে তার বাসায় ছুটে যাই। ওই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করি। বিয়ে বন্ধ হওয়ার পর রত্না অনেক খুশি। আমরা বাল্যবিয়ে বন্ধ করতে চাই।
খুলনার কয়রা থানাধীন মংলা বন্দরের বানিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৩টি তক্ষক উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন একটি বিশেষ অভিযান পরিচালনা করে তক্ষক ৩টি উদ্ধার করে।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের কমান্ডার বিএন এ এইচ এম শামীম জানান, বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিরল প্রজাতির প্রাণী উদ্ধারে অভিযানটি চালায়। উদ্ধার তক্ষক তিনটির ওজন প্রায় আধা কেজি। দাম প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা।
তিনি বলেন, তক্ষক তিনটি নলিয়ান বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে। বন বিভাগ ও কোস্টগার্ড কর্মকর্তাদের উপস্থিতিতে তক্ষক তিনটিকে বৃহস্পতিবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন একটি বিশেষ অভিযান পরিচালনা করে তক্ষক ৩টি উদ্ধার করে।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের কমান্ডার বিএন এ এইচ এম শামীম জানান, বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিরল প্রজাতির প্রাণী উদ্ধারে অভিযানটি চালায়। উদ্ধার তক্ষক তিনটির ওজন প্রায় আধা কেজি। দাম প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা।
তিনি বলেন, তক্ষক তিনটি নলিয়ান বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে। বন বিভাগ ও কোস্টগার্ড কর্মকর্তাদের উপস্থিতিতে তক্ষক তিনটিকে বৃহস্পতিবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ঝুঁকির মুখে রয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জোয়ানশাহী হাওর। গত কয়েকদিন যাবত কৃষকরা দিন-রাত পরিশ্রম করে মাটির বস্তা ফেলে জোয়নশাহী হাওরের ওড়াল খালটি বন্ধ করে রেখেছেন।
এ খালটি মেঘনা নদীর সঙ্গে যুক্ত। সিলেটের বন্যার পানি এসে এ খালে প্রবেশ করলেই দুই হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে যেতে পারে বলে শঙ্কায় রয়েছেন কৃষকরা।
ভৈরব উপজেলার সাদেকপুর, শ্রীনগর ও আগানগর ইউনিয়ের প্রায় চারশ কৃষকের জমি রয়েছে জোয়ানশাহী হাওরে। বিগত কয়েক বছর যাবত কৃষকরা সময়মত বোরো ধান ঘরে তুললেও এবার পাহাড়ি ঢলে হাওরের বোরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকে পানির ভয়ে আধাকাচা ধান কেটে নিয়ে আসছেন।
ইতোমধ্যই এ তিনটি ইউনিয়নের জমির অধিকাংশ ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষকের শেষ ভরসা জোয়ানশাহী হাওরের বোরো ফসল। এই হাওরের ওরাল খালে একটি স্লুইস গেট থাকলে উজানের পানি হঠাৎ করে ঢুকতে পারত না। এলাকার কৃষকরা সরকারের নিকট দীর্ঘদিন যাবত একটি স্লুইস গেইট নির্মাণের দাবি জানাচ্ছেন। কিন্ত সরকার আসে সরকার যায় স্লুইস গেট নির্মাণ হয় না।
20170427145441.jpg)
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, জোয়ানশাহী হাওরে চারশ কৃষকের বোরো জমি রয়েছে। এখানে প্রায় ১০ হাজার টন বোরো ধান উৎপাদন হয়। হাওরের কৃষকরা বছরের একটি মাত্র ফসলের ওপর নির্ভর করে বেঁচে থাকেন। ব্যাংকসহ মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তারা বোরো আবাদ করেন। এ ফসল গোলায় উঠলেই তাদের মুখে হাসি ফুটে ওঠে।
গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ জোয়ানশাহী হাওর পরিদর্শন করে বাঁধটি রক্ষার জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর আগে উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন একাধিকবার হাওর পরিদর্শন করেন।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ বলেন, ওড়াল খালে একটি স্লুইস গেট থাকলে কৃষকরা আতঙ্কে থাকতো না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্লুইস গেট নির্মাণের জন্য জানানো হয়েছে।
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনপুটিয়া মোড় এলাকায় একটি গাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়েছে ডাকাতরা। সেইসঙ্গে তাদের বাধা দিতে গেলে চারজনকে কুপিকে গুরুতর আহত করে তারা।
বুধবার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন আনসার সদস্য মাসুদ রানা (৪০) ও বোরহান (৩৫) এবং আইএসএস নামে একটি সিকিউরিটি কোম্পানির সদস্য মাহাতাব আলী ও শাওন।
এ তথ্য নিশ্চিত করে আহতদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আমেরিকান ব্রিটিশ টোবাকো গ্রুপের মালামাল নিয়ে নিজস্ব স্পেশাল গাড়িতে মহাখালী থেকে কেরানীগঞ্জে ফিরছিলেন তারা। দক্ষিণ কেরানীগঞ্জের চুনপুটিয়া মোড় শাহানা ক্লিনিকের কাছে এলে ডাকাতরা তাদের উপর হামলা করে মালামাল লুট করে।
এসময় বাধা দিতে গেলে হামলার শিকার ওই সিকিউরিটি কোম্পানির দুই সদস্যসহ চারজনকে কুপিয়ে পালিয়ে যান ডাকাত সদস্যরা। এসআই বাচ্চু মিয়া জানান, আহতের অবস্থা আশঙ্খাজনক।
বুধবার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন আনসার সদস্য মাসুদ রানা (৪০) ও বোরহান (৩৫) এবং আইএসএস নামে একটি সিকিউরিটি কোম্পানির সদস্য মাহাতাব আলী ও শাওন।
এ তথ্য নিশ্চিত করে আহতদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আমেরিকান ব্রিটিশ টোবাকো গ্রুপের মালামাল নিয়ে নিজস্ব স্পেশাল গাড়িতে মহাখালী থেকে কেরানীগঞ্জে ফিরছিলেন তারা। দক্ষিণ কেরানীগঞ্জের চুনপুটিয়া মোড় শাহানা ক্লিনিকের কাছে এলে ডাকাতরা তাদের উপর হামলা করে মালামাল লুট করে।
এসময় বাধা দিতে গেলে হামলার শিকার ওই সিকিউরিটি কোম্পানির দুই সদস্যসহ চারজনকে কুপিয়ে পালিয়ে যান ডাকাত সদস্যরা। এসআই বাচ্চু মিয়া জানান, আহতের অবস্থা আশঙ্খাজনক।
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অপহৃত শিশু সুমাইয়াকে ২৪ দিন পর উদ্ধার করতে পেরেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির ভিত্তিতে পুলিশের তদন্ত ও বিশেষ অভিযান শেষে আজ রাজধানীর কদমতলী এলাকা থেকে সুমাইয়াকে উদ্ধার করা সম্ভব হয়। ইতোমধ্যে সুমাইয়াকে তার মা-বাবার কোলে তুলে দিয়েছে পুলিশ। সেইসঙ্গে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে উদ্ধারের পর আজ বৃহস্পতিবার সকালে শিশু সুমাইয়াকে তার মা-বাবার কাছে দেয়া হয়। বুধবার রাতে রাজধানীর কদমতলী এলাকার একটি বাড়ি থেকে সুমাইয়াকে উদ্ধার করে লালবাগ বিভাগের পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবিনা আক্তার বৃষ্টি (২৮) নামের এক নারী ও তার বাবা সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।
Sumaiyaডিসি বলেন, ‘অপহৃত শিশুটির মা-বাবার মুখে হাসি ফিরেছে। কারণ ফিরেছে সুমাইয়া।’
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ডিএমপি লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, ‘প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি অপহরণকারী ওই নারী কদমতলী থানা এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় ব্লক রেইড দিয়ে গভীর রাতে পাটেরগাঁওয়ের একটি বাড়ি থেকে শিশু সুমাইয়াকে উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি অপহরণের সঙ্গে জড়িত বৃষ্টি নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য। তিনি গত কিছুদিনের মধ্যে কয়েকবার ভারত গিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। অপহৃত শিশু সুমাইয়াকেও সময়-সুযোগ বুঝে ভারতে পাচার করা হতো বলে আমরা মনে করছি।
তিনি বলেন, শিশুটিকে আপাতত মা-বাবার কাছে বুঝিয়ে দেয়া হলেও তাদের সবাইকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আদালতের মাধ্যমে সুমাইয়াকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাড়ির সামনে থেকে সুমাইয়া নিখোঁজ হয়। এ ঘটনায় সুমাইয়ার বাবা জাকির হোসেন গত ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ মামলা করেন। বাবা জাকির স্থানীয় একটি স্টিল কারখানার কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে উদ্ধারের পর আজ বৃহস্পতিবার সকালে শিশু সুমাইয়াকে তার মা-বাবার কাছে দেয়া হয়। বুধবার রাতে রাজধানীর কদমতলী এলাকার একটি বাড়ি থেকে সুমাইয়াকে উদ্ধার করে লালবাগ বিভাগের পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবিনা আক্তার বৃষ্টি (২৮) নামের এক নারী ও তার বাবা সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।
Sumaiyaডিসি বলেন, ‘অপহৃত শিশুটির মা-বাবার মুখে হাসি ফিরেছে। কারণ ফিরেছে সুমাইয়া।’
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ডিএমপি লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, ‘প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি অপহরণকারী ওই নারী কদমতলী থানা এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় ব্লক রেইড দিয়ে গভীর রাতে পাটেরগাঁওয়ের একটি বাড়ি থেকে শিশু সুমাইয়াকে উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি অপহরণের সঙ্গে জড়িত বৃষ্টি নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য। তিনি গত কিছুদিনের মধ্যে কয়েকবার ভারত গিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। অপহৃত শিশু সুমাইয়াকেও সময়-সুযোগ বুঝে ভারতে পাচার করা হতো বলে আমরা মনে করছি।
তিনি বলেন, শিশুটিকে আপাতত মা-বাবার কাছে বুঝিয়ে দেয়া হলেও তাদের সবাইকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আদালতের মাধ্যমে সুমাইয়াকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাড়ির সামনে থেকে সুমাইয়া নিখোঁজ হয়। এ ঘটনায় সুমাইয়ার বাবা জাকির হোসেন গত ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ মামলা করেন। বাবা জাকির স্থানীয় একটি স্টিল কারখানার কর্মচারী।
হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ২২টি স্বর্ণের বারসহ আজিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দল ওই যুবককে আটক ও স্বর্ণ জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারওয়েজের মাস্কট চট্টগ্রাম-ঢাকার আরএক্স৭২৪ ফ্লাইট সকাল ৯টা ৫২ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে আজিজুর রহমান ঢাকা আসেন।
সকাল সাড়ে ১০টার দিকে আগমনি লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন আড়াই কেজি ও দাম প্রায় এক কোটি ২৫ লাখ টাকা।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আট আজিজুর জানিয়েছেন, পেশায় তিনি ইলেক্ট্রনিক্স মিস্ত্রি। চট্টগ্রামে এয়ারক্রাফটে উঠে স্বর্ণের বারগুলো সংগ্রহ ও নিজের শরীরে লুকিয়ে রাখেন।
আজিজুরের বিরুদ্ধে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আহসানুল কবির।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দল ওই যুবককে আটক ও স্বর্ণ জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারওয়েজের মাস্কট চট্টগ্রাম-ঢাকার আরএক্স৭২৪ ফ্লাইট সকাল ৯টা ৫২ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে আজিজুর রহমান ঢাকা আসেন।
সকাল সাড়ে ১০টার দিকে আগমনি লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন আড়াই কেজি ও দাম প্রায় এক কোটি ২৫ লাখ টাকা।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আট আজিজুর জানিয়েছেন, পেশায় তিনি ইলেক্ট্রনিক্স মিস্ত্রি। চট্টগ্রামে এয়ারক্রাফটে উঠে স্বর্ণের বারগুলো সংগ্রহ ও নিজের শরীরে লুকিয়ে রাখেন।
আজিজুরের বিরুদ্ধে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আহসানুল কবির।
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপয়ারায় লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখার কাছে সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত হয়েছেন দুই হামলাকারীও।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভোর ৪টার দিকে সন্ত্রাসীরা ক্যাম্পে ভেতরে ঢোকার চেষ্টা শুরু করে। প্রায় চার ঘণ্টা সেনাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ধরন দেখে মনে করা হচ্ছে তাদের আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল।
অনুসন্ধানের কাজ এখনো অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ওই ক্যাম্পটি একটি আর্টিলারি বেস বলেও জানানো হয়।
গত বছর পাকিস্তান থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের হামলায় উরির সেনা ক্যাম্পে ১৯ জন সেনা নিহত হয়েছিলেন। ওই হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভোর ৪টার দিকে সন্ত্রাসীরা ক্যাম্পে ভেতরে ঢোকার চেষ্টা শুরু করে। প্রায় চার ঘণ্টা সেনাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ধরন দেখে মনে করা হচ্ছে তাদের আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল।
অনুসন্ধানের কাজ এখনো অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ওই ক্যাম্পটি একটি আর্টিলারি বেস বলেও জানানো হয়।
গত বছর পাকিস্তান থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের হামলায় উরির সেনা ক্যাম্পে ১৯ জন সেনা নিহত হয়েছিলেন। ওই হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়।
সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, বিস্ফোরণটি বেশ বড় আকারের ছিল। রাজধানী থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রাজধানী থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিমানবন্দরের অবস্থান। বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবারের ওই ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
লেবাননের আল মানার টিভি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। সংবাদে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে শুধুমাত্র অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
গত মাসে দামেস্কে বিদ্রোহী যোদ্ধারা আকস্মিক আক্রমণ চালানোর পর পূর্বাঞ্চলে ক্রমাগত বোমা হামলা চালিয়েছে সিরীয় সরকার।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, বিস্ফোরণটি বেশ বড় আকারের ছিল। রাজধানী থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রাজধানী থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিমানবন্দরের অবস্থান। বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবারের ওই ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
লেবাননের আল মানার টিভি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। সংবাদে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে শুধুমাত্র অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
গত মাসে দামেস্কে বিদ্রোহী যোদ্ধারা আকস্মিক আক্রমণ চালানোর পর পূর্বাঞ্চলে ক্রমাগত বোমা হামলা চালিয়েছে সিরীয় সরকার।
বিশ্রামে ছিলেন রোনালদো ও ক্রুস। নিশেধাজ্ঞায় মাঠের বাইরে রামোস, ইনজুরিতে নেই বেল। তবে এ সব কিছু ছাপিয়ে বার্সার গোল উৎসবের দিনে বড় জয় তুলে নিয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রদ্রিগেজের জোড়া গোলে দেপোর্তিভো লা করুনার মাঠে থেকে ৬-২ গোলের জয় নিয়ে ফিরেছে জিদানের শিষ্যরা।
দলের সেরা তারকাদের ছাড়া প্রতিপক্ষের মাঠে নেমে শুরুটা দুর্দান্ত হয় রিয়ালের। ম্যাচ শুরুর ৫৩ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন মোরাতাকে। এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার বেড়ে যায় রিয়ালের। ম্যাচের ষষ্ঠ মিনিটে ইসকোর বাঁকানো জোরালো শট লাগে পোস্টে। ১২ মিনিটে আসেনসিওকে হতাশ করে পোস্ট।

খেলার ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেজ। ভাসকেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বল জালে জড়ান কলম্বিয়ার এই খেলোয়াড়। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন মোরাতা। তবে অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি।
ম্যাচের ৩৫ মিনিটে খেলার ধারার বিপরীতে ব্যবধান কমায় দেপোর্তিভো। ডান দিক থেকে উড়ে আসা বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন রোমানিয়ার ফরোয়ার্ড ফ্লোরিন আন্দোনে। তবে বিরতির ঠিক আগে স্কোরলাইন ৩-১ করেন ভাসকেস।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় রিয়াল। ম্যাচের ৬৬ মিনিটে মোরাতার বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন রদ্রিগেজ। ম্যাচের ৭৭ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন ইসকো। ৮৪ মিনিটে হেডে ব্যবধান কমান স্পেনের মিডফিল্ডার হোসেলু। তবে ৮৭ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে দলের ষষ্ঠ গোলটি করেন ক্যাসেমিরো। এদিকে দিনের অপর ম্যাচে ওসাসুনাকে ৭-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
কিছুদিন আগেই পাকিস্তান টুডে নামক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার জন্য আগামী ৯ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার দুবাইয়ে আইসিসির সভা শেষে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।
ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবি প্রধান বলেন, আমরা এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ সফর করেছি। এখন আমরা চিন্তা করেছি আমরা টানা তৃতীয়বারের মত সফরে যেতে পারি না। তাই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। পরের বছর আরেকটি সুযোগ খুজে বের করার চেষ্টা করবো।’
বাংলাদেশ দল ২০০৭-০৮ মৌসুমে শেষবার পাকিস্তান সফর করেছিল। ওই সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এর পর ২০১১-১২ মৌসুম একবার ও ২০১৫ সালে বিসিবির কাছ থেকে ৩২৫,০০০ মার্কিন ডলার নিয়ে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফরে আসে।
উল্লেখ্য, এ বছর পিসিবি বাংলাদেশকে তাদের দেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রন জানিয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।
ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবি প্রধান বলেন, আমরা এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ সফর করেছি। এখন আমরা চিন্তা করেছি আমরা টানা তৃতীয়বারের মত সফরে যেতে পারি না। তাই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। পরের বছর আরেকটি সুযোগ খুজে বের করার চেষ্টা করবো।’
বাংলাদেশ দল ২০০৭-০৮ মৌসুমে শেষবার পাকিস্তান সফর করেছিল। ওই সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এর পর ২০১১-১২ মৌসুম একবার ও ২০১৫ সালে বিসিবির কাছ থেকে ৩২৫,০০০ মার্কিন ডলার নিয়ে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফরে আসে।
উল্লেখ্য, এ বছর পিসিবি বাংলাদেশকে তাদের দেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রন জানিয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।
রূপকথার জন্মদিনে আগের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লেস্টার সিটি চলতি মৌসুমে আছে ঠিক বিপরীত অবস্থানে। লড়তে হচ্ছে রেলিগেশন নিয়ে। এমন অবস্থায় দলটির বিপক্ষে ঘরের মাঠে শেষ সময়ে আত্মঘাতী গোলে জয় পেল আর্সেনাল।
ঘরের মাঠে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আর্সেনালের আক্রমণে ছিল না চেনা ধার। উল্টো প্রতি আক্রমণে ভালো কিছু সুযোগ সৃষ্টি করেছিল লেস্টার। ম্যাচের সাত মিনিটে জিমি ভার্ডির শট বাইরের জাল কাঁপালে হতাশ হতে হয় দলটিকে। ২২ মিনিটে মাহরেজের শট কর্নারের বিনিময়ে ঠেকান চেক।
ম্যাচের ২৭ মিনিটে গোলে সুযোগ পায় স্বাগতিকরা। তবে ওয়ালকটের নিচু শট দারুণভাবে ফেরান লেস্টার গোলরক্ষক। বিরতি ঠিক আগে সানচেজের শট পোস্টে লাগলে হতাশা বাড়ে স্বাগতিকদের।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে আর্সেনাল। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে ওই সময় এগিয়ে যায় আর্সেনাল। ডি বক্সের মধ্যে থেকে নাচো মনরিলের জোরালো শট রবার্ট হুথের গায়ে লেগে জালে জড়ায়। পড়ে ওজিল জালে বল পাঠালেও অফসাইডের তা বাদ হয়ে যায়।
ঘরের মাঠে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আর্সেনালের আক্রমণে ছিল না চেনা ধার। উল্টো প্রতি আক্রমণে ভালো কিছু সুযোগ সৃষ্টি করেছিল লেস্টার। ম্যাচের সাত মিনিটে জিমি ভার্ডির শট বাইরের জাল কাঁপালে হতাশ হতে হয় দলটিকে। ২২ মিনিটে মাহরেজের শট কর্নারের বিনিময়ে ঠেকান চেক।
ম্যাচের ২৭ মিনিটে গোলে সুযোগ পায় স্বাগতিকরা। তবে ওয়ালকটের নিচু শট দারুণভাবে ফেরান লেস্টার গোলরক্ষক। বিরতি ঠিক আগে সানচেজের শট পোস্টে লাগলে হতাশা বাড়ে স্বাগতিকদের।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে আর্সেনাল। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে ওই সময় এগিয়ে যায় আর্সেনাল। ডি বক্সের মধ্যে থেকে নাচো মনরিলের জোরালো শট রবার্ট হুথের গায়ে লেগে জালে জড়ায়। পড়ে ওজিল জালে বল পাঠালেও অফসাইডের তা বাদ হয়ে যায়।