রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মাহফুজ আলম বিপ্লবকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নগরীর মুলাটোল আমতলা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিপ্লব ওই এলাকার কেরামত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্র জানায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের কাজী নুরুল ইসলামের মেয়ে সিরাজুম মনিরার (২৩) সঙ্গে তিন বছর পূর্বে বিয়ে হয় বিপ্লবের।
বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন বিপ্লব। এনিয়ে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো মনিরাকে। একপর্যায়ে মনিরার বাবা মেয়ের সুখের জন্য ৫ লাখ টাকা যৌতুক দেয়। এতে বিপ্লব ও তার মা শাপলা বেগম (৫০) সন্তুষ্ট না হয়ে আরও এক লাখ টাকা দাবি করেন। কিন্তু মনিরা রাজি না হলে রোববার রাত ৮টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ সোমবার ভোরে বাড়ি থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করে এবং মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত মনিরার ভাই বেলাল হোসেন বাদী হয়ে থানায় দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকাণ্ডের বিষয়ে জানা যাবে।
তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষে বরিশাল নগরীতে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তালুকদার মো. ইউনুস এমপি।
বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মেলার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল শাখা সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসান।
এতে বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, সনাকের সহ-সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন এবং সনাক বরিশালের সাবেক সভাপতি অধ্যাপক এম. মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী সভার আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিথিরা। অশ্বিনী কুমার হলের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। দুই দিনব্যাপী তথ্য মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সনাক বরিশালের সদস্য সাইফুর রহমান মিরন বলেন, দুইদিন ব্যাপী মেলায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পোস্ট অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ১৮টি স্টল স্থান পেয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) তথ্য মেলার সমাপনী দিনের অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন, বিভাগীয় কমিশনার মো. গাউস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. আক্তার হোসেন।
শততম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বৈঠকের শুরুতে মন্ত্রিসভা কলোম্বোয় বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ী হওয়ায় সর্বসম্মতিক্রমে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।
উল্লেখ্য, কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক ম্যাচটি শেষ দিনে রোববার ৪ উইকেটের জয় পায় মুশফিক বাহিনী।এর মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ পেয়েছে এক অনন্য মর্যাদা। কারণ শততম টেস্ট জয়ের কৃতিত্ব ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিরও নেই। এর আগে শততম টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড় বাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি দম্পতি কামাল হোসেন ও জুবাইদা ইয়াসমিনের মরদেহ পরিবারের সদস্যরা গ্রহণ করবে না। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে থাকা মরদেহ সনাক্তের পর মুঠোফোনে নিহত জুবাইদার ভাই জিয়াবুল হক এ কথা জানান।
তিনি জাগো নিউজকে বলেন, বোন ও বোনের সন্তানের মরদেহ আমি সনাক্ত করেছি । তবে এই মরদেহ আমরা গ্রহণ করব না। বোন ও তার স্বামীর জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় আমরা লজ্জিত।
জিয়াবুল হক বলেন, নিহত কামালের বাবা মোজাফফারও তার ছেলের মরদেহ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড় বাড়িতে গত বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন।তাদের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিনও ছিল। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়।
জিয়াবুল হক বলেন, নিহত কামালের বাবা মোজাফফারও তার ছেলের মরদেহ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড় বাড়িতে গত বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন।তাদের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিনও ছিল। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়।
স্প্যানিশ লা লিগায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। আগামী সপ্তাহে গ্রানাডার বিপক্ষে খেলতে পারছেন না বার্সেলোনা সুপারস্টার। চলতি মৌসুমে লা লিগার ম্যাচে পাঁচটি হলুদ কার্ড দেখায় এই নিষেধাজ্ঞা পেলেন তিনি।
রোববার রাতে ক্যাম্প ন্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সা। ওই ম্যাচে ৪৫ ও ৫২ মিনিটে জোড়া গোল করেছেন মেসি। মূলত তার জোড়া গোলই বার্সাকে গড়ে দিয়েছে জয়ের ভিত।
ম্যাচটিতে মেসি হলুদ কার্ড দেখেছেন ম্যাচের অন্তিমলগ্নে, ৮৬ মিনিটের মাথায়। এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় পাঁচটি হলুদ কার্ড দেখলেন বার্সা ফরোয়ার্ড। এর আগে দেপার্তিভো লা করুনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া এবং ভ্যালেন্সিয়ার মাঠে হলুদ সংকেত পেয়েছিলেন তিনি। লা লিগার নিয়ম বলছে, পরপর না হলেও কোনো এক মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে ওই ফুটবলার এক ম্যাচ নিষিদ্ধ।
এদিকে অনেকেই মনে করছেন, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের শেষের দিকে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেছেন মেসি। কারণ সামনেই রয়েছে সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই গ্রানাডার ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ায় সেভিয়ার বিপক্ষে নির্ভার হয়েই মাঠে নামতে পারছেন আর্জেন্টাইন তারকা।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ চারজনের বিরুদ্ধে প্রসিকিউশন শাখা থেকে অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগটি আমলে নেবেন কি না সে বিষয়ে শুনানির জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
এ মামলার চার আসামির মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের খালেক মণ্ডল ওরফে জল্লাদ খালেক (৭২) গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
পলাতক দুই আসামি হলেন- একই উপজেলার দক্ষিণ পলাশপোল গ্রামের খান রোকনুজ্জামান (৬৪) ও বৈকাবি গ্রামের জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান (৬৫)।
অন্যদিকে জামিনে আছেন বুলারটি গ্রামের এম আব্দুল্লাহ আল বাকি (১০৩)।
সোমবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ঠিক করে আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী।
অভিযোগ দাখিলের সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জেয়াদ-আল মালুম, শাহীদুর রহমান, রেজিয়া সুলতানা চমন ও জাহিদ ইমাম প্রমুখ। অন্যদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
আসামিদের বিরুদ্ধে হত্যা, আটক, শারীরিক নির্যাতন ও ধর্ষণের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ।
অভিযোগে বলা হয়েছে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করে এর নেতৃত্ব দেন খালেক মণ্ডল। এরপর অন্য আসামিদের নিয়ে তৎকালীন সাতক্ষীরা সদর মহকুমা এলাকায় এসব মানবতাবিরোধী অপরাধ করেন।
আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৭ আগস্ট থেকে তদন্ত শুরু করে তা গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়। একজন তদন্তকারী কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৬০ জন সাক্ষী সাক্ষ্য দেবেন এ মামলায়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদরাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আব্দুল খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট আব্দুল খালেক মণ্ডলের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেক মণ্ডলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও বিচার না হওয়ায় বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, তনু হত্যার এক বছর হয়ে গেল, খুনি গ্রেফতার হওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত কীভাবে খুন হয়েছে জানা গেল না। তদন্ত পুলিশ থেকে ডিবি, ডিবি থেকে সিআইডিতে ট্রান্সফার করা হলো। কবর থেকে লাশ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হলো।
বক্তারা প্রশ্ন রাখেন, তনু মরলো কীভাবে? তনু কীভাবে খুন হলো?
তারা আরো বলেন, ধর্ষক খুনি সন্দেহভাজনদের জেরা না করে উল্টো তনুর পরিবার ও আত্নীয়স্বজনদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে হয়রানি করা হচ্ছে। এ বিচারহীনতা দুর্বৃত্তদের প্রশ্রয় দেয়। দেশের মানুষ এ বিচারহীনতার অবসান চায়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, নারায়ণগঞ্জ জেলা শাখার জেসমিন আক্তার প্রমুখ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, তনু হত্যার এক বছর হয়ে গেল, খুনি গ্রেফতার হওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত কীভাবে খুন হয়েছে জানা গেল না। তদন্ত পুলিশ থেকে ডিবি, ডিবি থেকে সিআইডিতে ট্রান্সফার করা হলো। কবর থেকে লাশ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হলো।
বক্তারা প্রশ্ন রাখেন, তনু মরলো কীভাবে? তনু কীভাবে খুন হলো?
তারা আরো বলেন, ধর্ষক খুনি সন্দেহভাজনদের জেরা না করে উল্টো তনুর পরিবার ও আত্নীয়স্বজনদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে হয়রানি করা হচ্ছে। এ বিচারহীনতা দুর্বৃত্তদের প্রশ্রয় দেয়। দেশের মানুষ এ বিচারহীনতার অবসান চায়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, নারায়ণগঞ্জ জেলা শাখার জেসমিন আক্তার প্রমুখ।
পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের জন্য ২৫ মার্চ জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘গণহত্যা দিবস’ ঘোষণার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বৈঠকে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ ঘোষণা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের লক্ষে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের কারণে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব গত ১১ মার্চ সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণার বিষয়টি মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে। এটা হবে ক-শ্রেণিভুক্ত একটি দিবস।’
ক-শ্রেণিভুক্ত দিবসের আর্থিক খরচ সর্বোচ্চ ও এটি উচ্চ শ্রেণির হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
দিবসটিকে কীভাবে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হবে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে। জাতিসংঘের একটি সংস্থা আছে, যারা এটা নিয়ে কাজ করে। সেখানে প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে। প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতোমধ্যে।’
চলতি বছর ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে কি না- এ বিষয়ে শফিউল আলম বলেন, ‘মন্ত্রিসভার কাছে এসেছে শুধু দিবস ঘোষণার জন্য। বাকি কাজ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ বছর দিবস পালনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তুতি আছে কি না তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না।’
উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ং ইয়ংয়ের তীব্রগতির নতুন রকেট ইঞ্জিন পরীক্ষার পর কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প বলেন, তিনি (কিম) খুব, খুব খারাপ কাজ করেছেন।
ছুটি কাটাতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে তিনি ওই মন্তব্য করেন। ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াসহ অন্যান্য ইস্যুতে তার প্রশাসনের কর্মকর্তারা সাপ্তাহিক বৈঠকে আলোচনা করেছেন।
উত্তর কোরিয়া ইস্যুতে ওই আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি (কিম) খুব, খুবই খারাপ কাজ করছেন। আমি বলবো, তিনি অত্যন্ত খারাপ কাজ করেছেন।
পিয়ং ইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ মাঠে শক্তিশালী এক নতুন রকেট ইঞ্জিনের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন।
চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়ার এই নেতা বলেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রস্তুত ছিল সেনাবাহিনী।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনের চীন সফরের মধ্যেই উত্তর কোরিয়া ওই পরীক্ষা চালায়। টিলারসনের পূর্ব এশিয়া সফরে পিয়ং ইয়ংয়ের ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি প্রাধান্য পেয়েছে। তবে এর আগেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার লাগাম টেনে ধরতে আলোচনা ও নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তাতে কোন কাজ হয়নি।
ছুটি কাটাতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে তিনি ওই মন্তব্য করেন। ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াসহ অন্যান্য ইস্যুতে তার প্রশাসনের কর্মকর্তারা সাপ্তাহিক বৈঠকে আলোচনা করেছেন।
উত্তর কোরিয়া ইস্যুতে ওই আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি (কিম) খুব, খুবই খারাপ কাজ করছেন। আমি বলবো, তিনি অত্যন্ত খারাপ কাজ করেছেন।
পিয়ং ইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ মাঠে শক্তিশালী এক নতুন রকেট ইঞ্জিনের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন।
চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়ার এই নেতা বলেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রস্তুত ছিল সেনাবাহিনী।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনের চীন সফরের মধ্যেই উত্তর কোরিয়া ওই পরীক্ষা চালায়। টিলারসনের পূর্ব এশিয়া সফরে পিয়ং ইয়ংয়ের ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি প্রাধান্য পেয়েছে। তবে এর আগেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার লাগাম টেনে ধরতে আলোচনা ও নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তাতে কোন কাজ হয়নি।
নারীদের মোবাইলে রিচার্জের জন্য ব্যক্তিগত রিচার্জ সুবিধা চালু করছে ভারতের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি ভোডাফোন ও আইডিয়া সেলুলার। বিশেষ এই পদ্ধিতিতে নারীরা তাদের মোবাইল নম্বর প্রকাশ ছাড়াই রিচার্জ করতে পারবেন।
মোবাইল টেলিযোগাযোগ শিল্পের আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ’র তথ্য বলছে, মাত্র ২৮ শতাংশ নারীর মোবাইল ফোন আছে; অন্যদিকে ৪৩ শতাংশ পুরুষের মোবাইল ফোন রয়েছে। এই অসমতার কারণ প্রাথমিকভাবে মোবাইলের মূল্য হলেও নিরাপত্তা এবং হয়রানি বড় বাধা।
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে নারীদের মোবাইল নম্বর পুরুষদের কাছে বিক্রি করতে দেখা যায় বলে দেশটির জাতীয় দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে। প্রদেশের বিভিন্ন দোকানে মোবাইলে রিচার্জ করতে আসা নারীদের নম্বর পুরুষদের কাছে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হতো। নারীদের সৌন্দর্যের ওপর ভিত্তি করে সিমের দাম নির্ধারণ করতো দোকানিরা।
দ্য হিন্দু বলছে, এ ধরনের বিপদের কারণে ভোডাফোন ও আইডিয়া সেলুলার নারীদের মোবাইলে রিচার্জের জন্য বক্তিগত সুবিধা চালু করেছে। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান মাহিন্দ্র কমভিভা এই সেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির মোবাইল ফিন্যান্সিয়াল সলুশনের পণ্য ব্যবস্থাপনা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট বামসি মাধব বলেন, এটি একটি উদ্ভাবনমূলক সেবা। এর ফলে মোবাইল ফোন ব্যবহারে লিঙ্গ বৈষম্য কমবে।
যেভাবে রিচার্জ করা যাবে
গোপনে রিচার্জ করার জন্য নারী গ্রাহককে একটি শর্ট কোড নম্বরে টোল ফ্রি এসএমএস পাঠাতে হবে। এর পরই একটি কোড ওই নারীর মোবাইলে চলে আসবে; যা রিচার্জ করতে হবে নির্দিষ্ট কয়েক ঘণ্টার মধ্যে। পরে খুচরা দোকানির কাছে এই কোড জমা দিয়ে রিচার্জ সম্পন্ন করতে হবে। ওই নম্বর প্রকাশ করবে না মোবাইল অপারেটর কর্তৃপক্ষ। এছাড়া অন্য কোনো নম্বর এবং অপারেটরেও ওই নম্বর ব্যবহার করা যাবে না।
গোপনে রিচার্জ করার জন্য নারী গ্রাহককে একটি শর্ট কোড নম্বরে টোল ফ্রি এসএমএস পাঠাতে হবে। এর পরই একটি কোড ওই নারীর মোবাইলে চলে আসবে; যা রিচার্জ করতে হবে নির্দিষ্ট কয়েক ঘণ্টার মধ্যে। পরে খুচরা দোকানির কাছে এই কোড জমা দিয়ে রিচার্জ সম্পন্ন করতে হবে। ওই নম্বর প্রকাশ করবে না মোবাইল অপারেটর কর্তৃপক্ষ। এছাড়া অন্য কোনো নম্বর এবং অপারেটরেও ওই নম্বর ব্যবহার করা যাবে না।
মাহিন্দ্র কমভিভার এই সেবা প্রি-টপস নামে পরিচিত। বর্তমানে বাংলাদেশ ও মিসরে চালু আছে এই সেবা। মোবাইল ফোন রিচার্জ ও প্রি-পেইড ব্যবস্থাপনাকে সহজ করতে গত বছর বাংলাদেশে প্রি-টপস চালু করে মাহিন্দ্র কমভিভা।
সাকিব-তামিমের হাত ধরে নিজেদের শততম টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে এবার টাইগারদের লক্ষ্য ওয়ানডে সিরিজ। এরই মধ্যে যোগ দিয়েছে ওয়ানডে দলের অধিনায়কসহ সব খেলোয়াড়।
২৫ মার্চ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ২২ তারিখ নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এ সময়টা পরিবারের সঙ্গে কাটাতে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ছুটি নিয়েছে সাকিব। সাকিবের স্ত্রী শিশির আগে থেকেই শ্রীলঙ্কাতেই আছেন। দুইজন মিলে শ্রীলঙ্কাতে ঘুরে বেড়াতেই মূলত ছুটি নেওয়া সাকিবের।
এদিকে শততম টেস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছে সাকিব। প্রথম ইনিংসে তার ১১৬ রানের সুবাদে বড় লিড পায় বাংলাদেশ। ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্সের পাশাপাশি বল হাতেও ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পান ৪টি। আর দুই টেস্ট মিলিয়ে ব্যাট হাতে ১৬২ রানের সঙ্গে ৯ উইকেট নিয়ে বিচারকদের দৃষ্টিতে সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন সাকিব।
এদিকে পরিবারের সঙ্গে নিজের ২৮তম জন্মদিন উদযাপন করতে ছুটি নিয়ে মুম্বাই উড়ে গেছেন তামিম। প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিবেন এই দুই তারকা।
সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এর মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৫ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের দশম আসর। গতমাসেই আইপিএল কর্তৃপক্ষ দশম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। তবে দিল্লিতে নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন করা হয়েছে আইপিএলের দশম আসরের সূচিতে।
দিল্লিতে নির্বাচনকে সামনে রেখে তিনটি ম্যাচের সূচি ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। রাইজিং পুনে সুপার জায়ন্টস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ আগে বিকেল ৪ টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।
আর একই দিন দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি মুম্বাইয়ে না হয়ে দিল্লির ফিরোজ শাহ কোটলায় রাতে শুরু না হয়ে বিকেল ৪টায় শুরু হবে। আর এ দুই দলের ফিরতি ম্যাচটি ৬ মে দিল্লির পরিবর্তে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। আর ম্যাচটি শুরু হবে রাত ৮.৩০ মিনিটে।
এদিকে আইপিলের দশম আসরকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছে দলগুলো। এখন দলগুলোর ব্যাটে বলে লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা।
জমির অপরিকল্পিত ব্যবহার ঠেকাতে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে আদেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
আইনটি কার্যকর হলে কোনো সরকারি-বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো জমি ব্যবহার বা উন্নয়নকাজের জন্য উপদেষ্টা পরিষদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এর ফলে ভূমির অপরিকল্পিত ব্যবহার বন্ধ হবে।
সূত্র জানায়, স্থানীয় সরকারগুলো নিজস্ব আইনে নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য পরিকল্পনা করে থাকে। কিন্তু মাস্টারপ্ল্যান অনুমোদন করার কোনো বিধান এতদিন তাদের ছিল না। ফলে যত্রতত্র অপরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম চলছে।
আইনটি কার্যকর হলে কোনো সরকারি-বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কোনো জমি ব্যবহার বা উন্নয়নকাজের জন্য উপদেষ্টা পরিষদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এর ফলে ভূমির অপরিকল্পিত ব্যবহার বন্ধ হবে।
সূত্র জানায়, স্থানীয় সরকারগুলো নিজস্ব আইনে নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য পরিকল্পনা করে থাকে। কিন্তু মাস্টারপ্ল্যান অনুমোদন করার কোনো বিধান এতদিন তাদের ছিল না। ফলে যত্রতত্র অপরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম চলছে।
প্রবাসীদের কল্যাণে বিশেষ দায়িত্ব দিয়ে ‘প্রবাসী কল্যাণ বোর্ড আইন-২০১৭’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বোর্ড প্রবাসীদের পরিবারের সদস্যদের কল্যাণে প্রকল্প গ্রহণ ও পরিচালনা করবে।
প্রবাসীকর্মী ও তাদের পরিবারের কল্যাণে তহবিল থেকে অর্থ বরাদ্দ দেয়াসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করবে এই বোর্ড।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, নতুন এই আইন কার্যকরের সঙ্গে সঙ্গে ওয়েজ অনার্সসহ কল্যাণ তহবিল বিধিমালা কার্যকারিতা হারাবে। প্রবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা ও নিরপত্তা নিশ্চিত করা এবং তাদের কল্যাণের জন্য এই আইন করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পৃথিবীর কোন দেশে নির্বাচনকালীন সরকার বলে কোন কথা নেই।
তিনি বলেন, ভারত, আমেরিকাসহ বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচন হয়। বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই একাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ নাসিম রোববার সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পুলিশ সুপার মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে পুলিশের মহা-পরিদর্শক এ কে এম শহীদুল হক, অধ্যাপক ডা. হাবিবে মিল¬াত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম, র্যাব-১২ এর অধিনায়ক মো. শাহাব উদ্দিন খান, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা এবং জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক বিমল কুমার দাস বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনের বিকল্প কেবল নির্বাচন। গনতন্ত্রের বিকল্প গণতন্ত্র। জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যা কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। বিএনপি ২০১৪ সালের নির্বাচন বন্ধ করতে সারাদেশে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যায় লিপ্ত হয়েছিল। তারা টার্গেট করে পুলিশকে হত্যা করেছে। তারপরও নির্বাচন হয়েছে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জঙ্গীবাদ প্রতিরোধে ভারত-পাকিস্তানসহ ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। বাংলাদেশের পুলিশ জীবন দিয়ে জঙ্গীবাদ নির্মূলে প্রচেষ্ঠা অব্যাহত রেখেছেন। বাংলাদেশের পুলিশ এখন সাহসী। এদেশে আর কোন দিন জঙ্গীবাদ ও সন্ত্রাস মাথাচড়া দিয়ে উঠতে পারবে না।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ-জনগণের সেতুবন্ধন সৃষ্টির আহবান জানিয়ে নাসিম বলেন, সাধারণ মানুষ পুলিশের বন্ধু হবে, তবে মাদক ব্যবসায়ী, জঙ্গী ও সন্ত্রাসীরা যেন কখনো প্রশ্রয় না পায়। আর কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তারা যেন নিজেকে পুলিশের হর্তাকর্তা না ভাবেন সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
এ কে এম শহীদুল হক বলেন, বৃটিশ ও পাকিস্তান আমলে পুলিশকে যেভাবে ব্যবহার করা হতো, সে অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। জনগনের সাথে পুলিশের সম্পৃক্ততা বাড়াতে হবে। পুলিশের ওপর জনগনের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে হবে। আর এটা একমাত্র সম্ভব কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে।
তিনি বলেন, বর্তমানে সময়ে পুলিশের দু’টো বানির্ং ইস্যু রয়েছে। একটি হলো মাদক, অন্যটি হলো জঙ্গীবাদ নির্মূল করা। এ দেশটি যেন আগামীতে ইরাক ও সিরিয়ার মত না হয়, কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে জঙ্গী ও মাদক দু’টোকেই নিমুল করতে হবে।
তিনি বলেন, ভারত, আমেরিকাসহ বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচন হয়। বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই একাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ নাসিম রোববার সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পুলিশ সুপার মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে পুলিশের মহা-পরিদর্শক এ কে এম শহীদুল হক, অধ্যাপক ডা. হাবিবে মিল¬াত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম, র্যাব-১২ এর অধিনায়ক মো. শাহাব উদ্দিন খান, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা এবং জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক বিমল কুমার দাস বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনের বিকল্প কেবল নির্বাচন। গনতন্ত্রের বিকল্প গণতন্ত্র। জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যা কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। বিএনপি ২০১৪ সালের নির্বাচন বন্ধ করতে সারাদেশে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যায় লিপ্ত হয়েছিল। তারা টার্গেট করে পুলিশকে হত্যা করেছে। তারপরও নির্বাচন হয়েছে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জঙ্গীবাদ প্রতিরোধে ভারত-পাকিস্তানসহ ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। বাংলাদেশের পুলিশ জীবন দিয়ে জঙ্গীবাদ নির্মূলে প্রচেষ্ঠা অব্যাহত রেখেছেন। বাংলাদেশের পুলিশ এখন সাহসী। এদেশে আর কোন দিন জঙ্গীবাদ ও সন্ত্রাস মাথাচড়া দিয়ে উঠতে পারবে না।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ-জনগণের সেতুবন্ধন সৃষ্টির আহবান জানিয়ে নাসিম বলেন, সাধারণ মানুষ পুলিশের বন্ধু হবে, তবে মাদক ব্যবসায়ী, জঙ্গী ও সন্ত্রাসীরা যেন কখনো প্রশ্রয় না পায়। আর কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তারা যেন নিজেকে পুলিশের হর্তাকর্তা না ভাবেন সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
এ কে এম শহীদুল হক বলেন, বৃটিশ ও পাকিস্তান আমলে পুলিশকে যেভাবে ব্যবহার করা হতো, সে অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। জনগনের সাথে পুলিশের সম্পৃক্ততা বাড়াতে হবে। পুলিশের ওপর জনগনের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে হবে। আর এটা একমাত্র সম্ভব কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে।
তিনি বলেন, বর্তমানে সময়ে পুলিশের দু’টো বানির্ং ইস্যু রয়েছে। একটি হলো মাদক, অন্যটি হলো জঙ্গীবাদ নির্মূল করা। এ দেশটি যেন আগামীতে ইরাক ও সিরিয়ার মত না হয়, কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে জঙ্গী ও মাদক দু’টোকেই নিমুল করতে হবে।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার দিনব্যাপী অনুষ্ঠানমালায় যুক্তরাষ্ট্রে বসবাসরত শতাধিক বাঙালি শিশু অংশ নেয়। এর ফলে পুরো মিশন পরিণত হয় শিশুমেলায়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
আজ সোমবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞএিত এ কথা বলা হয়।
এতে জানানো হয়েছে, দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে সকাল সাড়ে ১০টায় শিশুদের রেজিষ্ট্রেশনের পর বেলা ১১ টায় সূচিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বয়সের ভিত্তিতে শিশুদের ‘ক’ ও ‘খ’ এ দু’গ্রুপে বিভক্ত করা হয়। ‘ক’ গ্রুপের চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘বাংলা বর্ণমালা’ আর ‘খ’ গ্রুপের বিষয় ছিল ‘শহীদ মিনারে প্রভাত ফেরী’।
রঙতুলি আর বর্ণিল সাজে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন কিংস্ বোরো কমিউনিটি কলেজের আর্ট প্রফেসর চিত্রশিল্পী জেমী উইলকিনসন, ফাউন্ডেশন ফর আর্ট এন্ড মেমরী এর পরিচালক চিত্রশিল্পী জ্যাক স্যাল এবং স্থানীয় চিত্রশিল্পী লেইন উইটকম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জাতির পিতার উপর একটি কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমেবেত শিশুরা। কুইজের প্রশ্নোত্তরে শিশুদের সক্রিয় সমবেত অংশগ্রহণ তাদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক সমন্ধে জানার সুযোগ করে দেয়।
‘ক’ গ্রুপে ২য় গ্রেডের ছাত্রী তাসনিয়া নুর এবং ‘খ’ গ্রুপে ৭ম গ্রেডের ছাত্রী নওশিন রহমান প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে “বঙ্গবন্ধু ক্রেস্ট” প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় প্রবাসী বাঙালি ও মিশনের অফিসিয়ালদের ৪৮ জন সন্তান অংশগ্রহণ করে।
মধ্যাহ্ন বিরতি শেষে বেলা ২টায় শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানের মূল পর্ব - আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের শুরুতে জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
প্রামাণ্যচিত্রে জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক ও কূনৈতিক সম্পর্ক স্থাপনে জাতির পিতার ভূমিকার বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়।
পরে এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করে শোনানো হয়।
প্রতিমন্ত্রী চুমকী প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের আরও বেশী জাতির পিতার জীবন ও কর্মের বিষয়ে জানানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,‘যে দেশের সাথে নাড়ীর বন্ধন,যে দেশে বাপ-দাদার ভিটা, সে দেশের প্রকৃত ইতিহাস প্রবাসের এই নতুন প্রজন্মকে জানাতে হবে। বাঙালি বীরের জাতি। আমাদের রয়েছে বাহান্নর একুশে ফেব্রুয়ারি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল ইতিহাস। এসকল ইতিহাস তুলে ধরে তাদের মনে দেশপ্রেম জাগ্রত করতে হবে।’
এর আগে দিবসটি উপলক্ষে আলোচনার সূত্রপাত করেন জাতিসংঘে নিযৃুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
পরে স্থানীয় একটি ব্যান্ড দল ‘মাটি’, ম্যানহাটান বাংলা স্কুল ও বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিশু শিল্পীসহ স্থানীয় বাঙালি কমিউনিটি, বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারির সন্তানদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা জাতির পিতাকে নিয়ে গান, দেশের গান, মুক্তিযুদ্ধের গান ও রবীন্দ্র সঙ্গীত, বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে কবিতা আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, নিউইয়র্কের বিশিষ্ট নাগরিকবৃন্দ,মিডিয়া প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে রোববার দিনব্যাপী অনুষ্ঠানমালায় যুক্তরাষ্ট্রে বসবাসরত শতাধিক বাঙালি শিশু অংশ নেয়। এর ফলে পুরো মিশন পরিণত হয় শিশুমেলায়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
আজ সোমবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞএিত এ কথা বলা হয়।
এতে জানানো হয়েছে, দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে সকাল সাড়ে ১০টায় শিশুদের রেজিষ্ট্রেশনের পর বেলা ১১ টায় সূচিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বয়সের ভিত্তিতে শিশুদের ‘ক’ ও ‘খ’ এ দু’গ্রুপে বিভক্ত করা হয়। ‘ক’ গ্রুপের চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘বাংলা বর্ণমালা’ আর ‘খ’ গ্রুপের বিষয় ছিল ‘শহীদ মিনারে প্রভাত ফেরী’।
রঙতুলি আর বর্ণিল সাজে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন কিংস্ বোরো কমিউনিটি কলেজের আর্ট প্রফেসর চিত্রশিল্পী জেমী উইলকিনসন, ফাউন্ডেশন ফর আর্ট এন্ড মেমরী এর পরিচালক চিত্রশিল্পী জ্যাক স্যাল এবং স্থানীয় চিত্রশিল্পী লেইন উইটকম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জাতির পিতার উপর একটি কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমেবেত শিশুরা। কুইজের প্রশ্নোত্তরে শিশুদের সক্রিয় সমবেত অংশগ্রহণ তাদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক সমন্ধে জানার সুযোগ করে দেয়।
‘ক’ গ্রুপে ২য় গ্রেডের ছাত্রী তাসনিয়া নুর এবং ‘খ’ গ্রুপে ৭ম গ্রেডের ছাত্রী নওশিন রহমান প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে “বঙ্গবন্ধু ক্রেস্ট” প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় প্রবাসী বাঙালি ও মিশনের অফিসিয়ালদের ৪৮ জন সন্তান অংশগ্রহণ করে।
মধ্যাহ্ন বিরতি শেষে বেলা ২টায় শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানের মূল পর্ব - আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের শুরুতে জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
প্রামাণ্যচিত্রে জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক ও কূনৈতিক সম্পর্ক স্থাপনে জাতির পিতার ভূমিকার বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়।
পরে এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করে শোনানো হয়।
প্রতিমন্ত্রী চুমকী প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের আরও বেশী জাতির পিতার জীবন ও কর্মের বিষয়ে জানানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,‘যে দেশের সাথে নাড়ীর বন্ধন,যে দেশে বাপ-দাদার ভিটা, সে দেশের প্রকৃত ইতিহাস প্রবাসের এই নতুন প্রজন্মকে জানাতে হবে। বাঙালি বীরের জাতি। আমাদের রয়েছে বাহান্নর একুশে ফেব্রুয়ারি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল ইতিহাস। এসকল ইতিহাস তুলে ধরে তাদের মনে দেশপ্রেম জাগ্রত করতে হবে।’
এর আগে দিবসটি উপলক্ষে আলোচনার সূত্রপাত করেন জাতিসংঘে নিযৃুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
পরে স্থানীয় একটি ব্যান্ড দল ‘মাটি’, ম্যানহাটান বাংলা স্কুল ও বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিশু শিল্পীসহ স্থানীয় বাঙালি কমিউনিটি, বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারির সন্তানদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা জাতির পিতাকে নিয়ে গান, দেশের গান, মুক্তিযুদ্ধের গান ও রবীন্দ্র সঙ্গীত, বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে কবিতা আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, নিউইয়র্কের বিশিষ্ট নাগরিকবৃন্দ,মিডিয়া প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সিউল বলছে, উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিন পরীক্ষা ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দেশটির ‘অর্থবহ অগ্রগতি’কেই তুলে ধরছে। এদিকে পরমাণু অস্ত্রধর উত্তরকোরিয়া তাদের বিতর্কিত অস্ত্র তৈরী কর্মসূচি আরো জোরদার করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার জানায়, দেশটির নেতা কিম জং-উন শক্তিশালী নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেন। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এশিয়া সফর করার সময় এ পরীক্ষা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার এটি ছিল সর্বশেষ পদক্ষেপ। উল্লেখ্য, সাম্প্রতিককালে উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় কেন্দ্র থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটিকে জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার অনুশীলন হিসেবে অভিহিত করা হয়।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর ধরণ দেখে মনে হচ্ছে এক্ষেত্রে তারা অনেক এগিয়ে গেছে।’
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার জানায়, দেশটির নেতা কিম জং-উন শক্তিশালী নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেন। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এশিয়া সফর করার সময় এ পরীক্ষা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার এটি ছিল সর্বশেষ পদক্ষেপ। উল্লেখ্য, সাম্প্রতিককালে উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় কেন্দ্র থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটিকে জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার অনুশীলন হিসেবে অভিহিত করা হয়।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর ধরণ দেখে মনে হচ্ছে এক্ষেত্রে তারা অনেক এগিয়ে গেছে।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ তার নিজ যোগ্যতায় স্বাধীনতা অর্জনের পর পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি রোববার জেলা শহরের অম্বিকা ময়দানে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে উন্নয়নের সকল ক্ষেত্রে বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের এ উন্নয়নের আন্দোলনের ধারক ও বাহক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের এ অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকল নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে।
বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের অনাহুত অভিযোগের কথা উল্লেখ করে মোশাররফ বলেন, একটি সংঘবদ্ধ অপশক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরে মন্ত্রী ফরিদপুরস্থ কবি জসীম উদ্্দীন হলে প্রধানমন্ত্রীর ফরিদপুর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে উন্নয়নের সকল ক্ষেত্রে বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের এ উন্নয়নের আন্দোলনের ধারক ও বাহক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের এ অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকল নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে।
বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের অনাহুত অভিযোগের কথা উল্লেখ করে মোশাররফ বলেন, একটি সংঘবদ্ধ অপশক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরে মন্ত্রী ফরিদপুরস্থ কবি জসীম উদ্্দীন হলে প্রধানমন্ত্রীর ফরিদপুর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করেন।
ভৈরবকে জেলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানে ৪র্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় ওয়াবদুল কাদের বলেন, ভৈরবকে জেলা করার প্রক্রিয়া চলছে। যেটি শুরু করেছিলেন জিল্লুর রহমান। উনার মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভৈরবকে জেলা করার প্রক্রিয়া থেমে যায়নি বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, সরকার সময় সুযোগ মতো ভৈরব জেলা গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, জিল্লুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ রাজনীতিক। আজকের দিনে আমরা যখন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ রাজনীতিক খুঁজি তখন জিল্লুর রহমান নিজেই তার নিজের উদাহরণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। জব্দকৃত সিগারেট মার্কিন যুক্তরাষ্ট্রের ‘৩০৩’ ব্র্যান্ডের। যার মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, সকাল ৯টায় এয়ার অ্যারাবিয়া’র ফ্লাইট নং জি-৯৫১৭ তে আসা যাত্রী শামসুদ্দিনের কাছ থেকে ওই সিগারেট জব্দ করা হয়।
ওই যাত্রী একটি মাস্টার কার্টনে এবং একটি বড় লাগেজে সিগারেটের কার্টনগুলো লুকিয়ে আনেন। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের ৮৮তম জন্মদিন আজ।
তিনি ১৯৩০ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা গ্রহণের পর তিনি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর ১৯৭৩ সালে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিয়োগ করা হয়। ভারতে প্রশিক্ষণরত অবস্থায় ১৯৭৫ সালের ২৪ আগস্ট তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। ১৯৭৮ সালের ডিসেম্বরে তাকে সেনাবাহিনী প্রধান করা হয়।
১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি আবদুস সাত্তারের নির্বাচিত সরকারকে উৎখাত করে এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল, দেশের সংবিধানকে রহিত, জাতীয় সংসদ বাতিল এবং মন্ত্রিসভাকে বরখাস্ত করে নিজেকে দেশের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করেন।
এরশাদ ১৯৮৪ সালে দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পদ্ধতির প্রচলন করেন। প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্যে ১৯৮৬ সালের অক্টোবরে আয়োজিত প্রেসিডেন্ট নির্বাচনে এরশাদ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
বিরোধী দলের প্রবল আন্দোলনের মুখে ১৯৮৭ সালের ৭ ডিসেম্বর এরশাদ তৃতীয় জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হন। প্রধান বিরোধী দলগুলো ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনও বর্জন করে। প্রবল গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তিনি পদত্যাগে বাধ্য হন।
থানা পর্যায়ে দেশব্যাপী উপজেলা পদ্ধতি প্রবর্তনের জন্যই মুখ্যত এরশাদ আমল (১৯৮২-৯০) স্মরণীয় হয়ে আছেন।
ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসিয়ে এরশাদ উচ্চতর আদালত বিকেন্দ্রীকরণেরও প্রয়াস চালান, কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে পরে তা খারিজ হয়ে যায়।
এরশাদের আমলে শিল্পখাতের প্রবৃদ্ধির হার ছিল অত্যন্ত লক্ষণীয়।জনগণের কাছ থেকে কর (সারচার্জ) আদায় করে আর বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ দাতাদের কাছ থেকে তহবিল জোগাড়ের লক্ষ্যে এরশাদই প্রথম যমুনা সেতু নির্মাণের বাস্তব পদক্ষেপ নেন।
তার অন্যান্য সৃজনশীল প্রয়াসের মধ্যে ছিল পথশিশুদের প্রয়োজন মেটাতে ‘পথকলি ট্রাস্ট’।
কোনো দণ্ড ছাড়াই আবাসন ও শ্রম আইন ভঙ্গকারীদের সৌদি ছাড়তে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘এ নেশন উইদাউট ভায়োলেশন’ কর্মসূচির পর এ ঘোষণা দেয়া হয়েছে।
সৌদি উপ-প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আইনভঙ্গকারীদেরকে ৯০ দিনের ক্ষমার সুযোগের সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন। আগামী ২৯ মার্চ থেকে এই ঘোষণা কার্যকর শুরু হবে।
তিনি বলেছেন, বসবাসের অনুমতি ছাড়া অবস্থান, কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশকারীরা এই ক্ষমার সুযোগ নিয়ে সৌদি ত্যাগ করতে পারবেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে যারা দেশ করতে ইচ্ছুক তাদের জন্য সব ধরনের পদ্ধতি সহজ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সৌদি এই উপ-যুবরাজ। এছাড়া অবৈধদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞাও তুলে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্ক বলেছেন, ১৯ সরকারি সংস্থা এই কর্মসূচি বাস্তবায়ন করবে। অন্যান্য ভিসার মেয়াদ শেষ ও হজ, ওমরাহ সম্পন্নের পর যারা এখনো দেশটিতে রয়েছেন তাদের জন্য এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশটির পাসপোর্ট ও অভিবাসন বিভাগের পরিচালকের দফতর আইনভঙ্গকারীদের দেশে ফেরত পাঠাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
সৌদি উপ-প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আইনভঙ্গকারীদেরকে ৯০ দিনের ক্ষমার সুযোগের সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন। আগামী ২৯ মার্চ থেকে এই ঘোষণা কার্যকর শুরু হবে।
তিনি বলেছেন, বসবাসের অনুমতি ছাড়া অবস্থান, কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশকারীরা এই ক্ষমার সুযোগ নিয়ে সৌদি ত্যাগ করতে পারবেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে যারা দেশ করতে ইচ্ছুক তাদের জন্য সব ধরনের পদ্ধতি সহজ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সৌদি এই উপ-যুবরাজ। এছাড়া অবৈধদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞাও তুলে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্ক বলেছেন, ১৯ সরকারি সংস্থা এই কর্মসূচি বাস্তবায়ন করবে। অন্যান্য ভিসার মেয়াদ শেষ ও হজ, ওমরাহ সম্পন্নের পর যারা এখনো দেশটিতে রয়েছেন তাদের জন্য এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশটির পাসপোর্ট ও অভিবাসন বিভাগের পরিচালকের দফতর আইনভঙ্গকারীদের দেশে ফেরত পাঠাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
মার্কিন সিক্রেট সার্ভিস শনিবার রাতে হোয়াইট হাউসে নিরাপত্তা জোরদার করেছে। হোয়াইট হাউসের একটি চেকপয়েন্টে হুমকি দেয়ার কারণে এক ব্যক্তিকে গ্রেফতারের পর এ পদক্ষেপ নেয়া হয়েছে। এক কর্মকর্তা একথা জানান।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, লোকটি তার গাড়িতে একটি বোমা রয়েছে বলে হুমকি দেয়। এর পরপরই তাকে গ্রেফতার এবং গাড়িটি আটক করা হয়।
ঠিক ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন।
সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ‘২০১৭ সালের ১৮ মার্চ আনুমানিক রাত ১১টা ৫ মিনিটে ফিপটিনথ স্ট্রিট ও ই স্ট্রিট এনডব্লিউ এ অবস্থিত সিক্রেট সার্ভিসের একটি চেকপয়েন্টের দিকে এ ব্যক্তি একটি গাড়ি চালিয়ে আসে।’
তিনি আরো বলেন ‘লোকটির সঙ্গে কথা বলার পর মার্কিন সিক্রেট সার্ভিসের ইউনিফর্ম বিভাগের কর্মকর্তারা লোকটিকে আটক করে এবং গাড়িটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে।’
সিক্রেট সার্ভিস আরো জানায়, এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে এক ব্যক্তি মোটরসাইকেলে চড়ে লাফ দিয়ে হোয়াইট হাউসের বাইরের বেড়া ডিঙ্গানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তাকেও গ্রেফতার করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, লোকটিকে অবিলম্বে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা বলেন, লোকটির কাছ থেকে কোন অস্ত্র পাওয়া যায়নি।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, লোকটি তার গাড়িতে একটি বোমা রয়েছে বলে হুমকি দেয়। এর পরপরই তাকে গ্রেফতার এবং গাড়িটি আটক করা হয়।
ঠিক ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন।
সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ‘২০১৭ সালের ১৮ মার্চ আনুমানিক রাত ১১টা ৫ মিনিটে ফিপটিনথ স্ট্রিট ও ই স্ট্রিট এনডব্লিউ এ অবস্থিত সিক্রেট সার্ভিসের একটি চেকপয়েন্টের দিকে এ ব্যক্তি একটি গাড়ি চালিয়ে আসে।’
তিনি আরো বলেন ‘লোকটির সঙ্গে কথা বলার পর মার্কিন সিক্রেট সার্ভিসের ইউনিফর্ম বিভাগের কর্মকর্তারা লোকটিকে আটক করে এবং গাড়িটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে।’
সিক্রেট সার্ভিস আরো জানায়, এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে এক ব্যক্তি মোটরসাইকেলে চড়ে লাফ দিয়ে হোয়াইট হাউসের বাইরের বেড়া ডিঙ্গানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তাকেও গ্রেফতার করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, লোকটিকে অবিলম্বে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা বলেন, লোকটির কাছ থেকে কোন অস্ত্র পাওয়া যায়নি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে দেশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট-ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, এ পরীক্ষা সফলভাবে চালানো হয়েছে।
উত্তর কোরিয়ার সোহে উপগ্রহ কেন্দ্রে উপস্থিত হয়ে দেশটির নেতা কিম জং-উন এ পরীক্ষাকে স্বাগত জানান।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায়, তীব্রগতিসম্পন্ন নতুন এ রকেট ইঞ্জিনের পরীক্ষাকে উত্তর কোরিয়ার রকেট ইন্ডাস্ট্রির ‘নবজন্ম’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির নেতা কিম জং উন।
তিনি বলেছেন, এই ইঞ্জিনটি বিশ্বমানের স্যাটেলাইট উৎক্ষেপনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে।
তিনি বলেন, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার রকেট শিল্পের নবজন্ম হলো।
এর আগে, পিয়ংইয়ং এ কেন্দ্রেই দূরপাল্লার রকেট পরীক্ষা করেছে।
খবরে বলা হয়েছে, নতুন রকেট ইঞ্জিনের নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা এবং কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ে পরীক্ষা চালানো হয়। এছাড়া, উপগ্রহ উৎক্ষেপণে বিশ্বমানের সক্ষমতা অর্জনে নতুন ইঞ্জিন সহায়তা করবে বলেও এতে উল্লেখ করা হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের চীন সফরের মধ্যেই এমন ঘোষণা দিল উত্তর কোরিয়া।
যদিও এই বিবৃতির বিষয়ে আর কোন মাধ্যম থেকে নিশ্চিত কিছু জানা যায়নি।
টিলারসনের পূর্ব এশিয়া সফরে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি প্রাধান্য পেয়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সংক্রান্ত একটি কংগ্রেসনাল কমিটির চেয়ারম্যান রোববার বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার যোগসাজশের কোন প্রমাণ মেলেনি।
হাউজ ইন্টেলেজিন্স কমিটির প্রধান ডেভিন নিউনেস রোববার ফক্স নিউজ টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘আজ সকাল পর্যন্ত আমি যা কিছু পেয়েছি তাতে যোগসাজশের কোনো প্রমাণ নেই।’
আগামীকাল তার প্যানেলের সামনে এফবিআই পরিচালক জেমস কোম্বলির হাজির হওয়ার কথা রয়েছে। তার আগে তিনি এ মন্তব্য করলেন।
যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যোগাযোগ সম্পর্কিত প্রশ্নের উত্তর জানতে চান। এ প্রেক্ষাপটে এফবিআই’র পরিচালক জেমস কোম্বলি কংগ্রেসনাল কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন।
হাউজ ইন্টেলেজিন্স কমিটির প্রধান ডেভিন নিউনেস রোববার ফক্স নিউজ টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘আজ সকাল পর্যন্ত আমি যা কিছু পেয়েছি তাতে যোগসাজশের কোনো প্রমাণ নেই।’
আগামীকাল তার প্যানেলের সামনে এফবিআই পরিচালক জেমস কোম্বলির হাজির হওয়ার কথা রয়েছে। তার আগে তিনি এ মন্তব্য করলেন।
যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যোগাযোগ সম্পর্কিত প্রশ্নের উত্তর জানতে চান। এ প্রেক্ষাপটে এফবিআই’র পরিচালক জেমস কোম্বলি কংগ্রেসনাল কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন।
শততম টেস্টে বহু কাক্সিক্ষত বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
চিকিৎসার জন্য সিঙ্গাপুর অবস্থানরত তথ্যমন্ত্রী কলম্বোতে বাংলাদেশ দলের জয়ের সাথে সাথে পাঠানো এক বার্তায় বলেন, ‘টাইগারদের অভিনন্দন। শ্রীলংকার মতো অভিজ্ঞ দলের বিপক্ষে বাংলাদেশের এ বিজয়ে দেশের টেস্ট ইতিহাসে শততম ম্যাচটি চিরস্মরণীয় হয়ে রইলো। একইসাথে এ জয় দেশের সকল মানুষের জন্য বয়ে আনলো আনন্দবার্তা।’
সাবেক ক্রীড়াবিদ হাসানুল হক ইনু এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের সম্মানবহ আগামী দিন কামনা করেন।
আগামী ২২ মার্চ তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
চিকিৎসার জন্য সিঙ্গাপুর অবস্থানরত তথ্যমন্ত্রী কলম্বোতে বাংলাদেশ দলের জয়ের সাথে সাথে পাঠানো এক বার্তায় বলেন, ‘টাইগারদের অভিনন্দন। শ্রীলংকার মতো অভিজ্ঞ দলের বিপক্ষে বাংলাদেশের এ বিজয়ে দেশের টেস্ট ইতিহাসে শততম ম্যাচটি চিরস্মরণীয় হয়ে রইলো। একইসাথে এ জয় দেশের সকল মানুষের জন্য বয়ে আনলো আনন্দবার্তা।’
সাবেক ক্রীড়াবিদ হাসানুল হক ইনু এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের সম্মানবহ আগামী দিন কামনা করেন।
আগামী ২২ মার্চ তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।