কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে
দাঁড়ান জেরার্ডো মার্টিনো। তার স্থলাভিষিক্ত হন এদগার্দো বাউজা। দায়িত্ব
নেয়ার পর লিওনেল মেসিকে অভিমান ভাঙিয়ে জাতীয় দলে ফেরান তিনি। তবে প্রিয়
শিষ্যকে খুব একটা দলে পাননি।
ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি মেসি। এতে বড় ক্ষতি হয়ে গেছে আর্জেন্টিনার। রাশিয়া বিশ্বকাপ নিয়ে শঙ্কায় পড়েছে আর্জেন্টাইনরা। সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মেসি ফিরলেও আর্জেন্টিনার ভাগ্য বদলায়নি। ওই ম্যাচটিতে নেইমারদের কাছে ৩-০ ব্যবধানে পরাস্ত হয়েছে বাউজার দল।
এখন বলার অপেক্ষা রাখে না যে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে রয়েছে আর্জেন্টিনা। আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে মরিয়া আর্জেন্টিনা। দলটির কোচ জানালেন, জিততে হবে- কোনো অজুহাত চলবে না।
আজ মঙ্গলবার অনুশীলন শেষে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে আর্জেন্টিনা কোচ বাউজা বলেন, ‘আমাদের দলের আরো উন্নতি করতে হবে। মানে- দলে যারা আছে, তাদের থেকে সেরাটা বের করে আনতে হবে। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জিততেই হবে, কোনো অজুহাত চলবে না। দলের সবার মধ্যে জয়ের ক্ষুধা রয়েছে।’
ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি মেসি। এতে বড় ক্ষতি হয়ে গেছে আর্জেন্টিনার। রাশিয়া বিশ্বকাপ নিয়ে শঙ্কায় পড়েছে আর্জেন্টাইনরা। সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মেসি ফিরলেও আর্জেন্টিনার ভাগ্য বদলায়নি। ওই ম্যাচটিতে নেইমারদের কাছে ৩-০ ব্যবধানে পরাস্ত হয়েছে বাউজার দল।
এখন বলার অপেক্ষা রাখে না যে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে রয়েছে আর্জেন্টিনা। আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে মরিয়া আর্জেন্টিনা। দলটির কোচ জানালেন, জিততে হবে- কোনো অজুহাত চলবে না।
আজ মঙ্গলবার অনুশীলন শেষে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে আর্জেন্টিনা কোচ বাউজা বলেন, ‘আমাদের দলের আরো উন্নতি করতে হবে। মানে- দলে যারা আছে, তাদের থেকে সেরাটা বের করে আনতে হবে। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জিততেই হবে, কোনো অজুহাত চলবে না। দলের সবার মধ্যে জয়ের ক্ষুধা রয়েছে।’
ক্লাব ফুটবলে ক্যারিয়ারের শুরু বার্সেলোনায়। ১৯৯৯ সালে বার্সার সিনিয়র দলে
অভিষেক হয় কার্লোস পুয়োলের। ২০১৪ এই ক্লাবেই তার ক্লাব ক্যারিয়ারের ইতি
ঘটে। কাতালান ক্লাবটির হয়ে খেলতে গিয়ে যাদের বিপক্ষে তিনি খেলেছেন, তাদের
নিয়ে একটি সেরা একাদশ করেছেন পুয়োল।
সেই একাদশের আক্রমণভাগে রয়েছেন সার্জিও আগুয়েরো, আরিয়েন রোবেন ও দিদিয়ের দ্রগবা। তিনি রাখেননি রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর সতীর্থ হওয়ায় লিওনেল মেসিকে রাখার প্রশ্নই আসে না।
মাঝমাঠে আছেন রিয়ালের কিংবদন্তী জিনেদিন জিদান, আন্দ্রে পিরলো ও ক্লারেন্স সিডর্ফ। একসময় রক্ষণভাগের অন্যতম সেরা খেলোয়াড় পাওলো মালদিনি ও রবার্তো কার্লোসও আছেন পুয়োল প্রদত্ত একাদশে। আর গোলরক্ষকের অতেন্দ্র প্রহরীর দায়িত্বে আছেন জিয়ানলুইজি বুফন।
কার্লোস পুয়োলের সেরা একাদশ : জিয়ানলুইজি বুফন, হ্যাভিয়ের জেনেত্তি, আলেসান্দ্রো নেস্তা, পাওলো মালদিনি, রবার্ট কার্লোস, আন্দ্রে পিরলো, ক্লারেন্স সিডর্ফ, জিনেদিন জিদান, আরিয়েন রোবেন, দিদিয়ের দ্রগবা ও সার্জিও আগুয়েরো।
সেই একাদশের আক্রমণভাগে রয়েছেন সার্জিও আগুয়েরো, আরিয়েন রোবেন ও দিদিয়ের দ্রগবা। তিনি রাখেননি রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর সতীর্থ হওয়ায় লিওনেল মেসিকে রাখার প্রশ্নই আসে না।
মাঝমাঠে আছেন রিয়ালের কিংবদন্তী জিনেদিন জিদান, আন্দ্রে পিরলো ও ক্লারেন্স সিডর্ফ। একসময় রক্ষণভাগের অন্যতম সেরা খেলোয়াড় পাওলো মালদিনি ও রবার্তো কার্লোসও আছেন পুয়োল প্রদত্ত একাদশে। আর গোলরক্ষকের অতেন্দ্র প্রহরীর দায়িত্বে আছেন জিয়ানলুইজি বুফন।
কার্লোস পুয়োলের সেরা একাদশ : জিয়ানলুইজি বুফন, হ্যাভিয়ের জেনেত্তি, আলেসান্দ্রো নেস্তা, পাওলো মালদিনি, রবার্ট কার্লোস, আন্দ্রে পিরলো, ক্লারেন্স সিডর্ফ, জিনেদিন জিদান, আরিয়েন রোবেন, দিদিয়ের দ্রগবা ও সার্জিও আগুয়েরো।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত
কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি সাজার বিরুদ্ধে
আপিল করেছেন। বদির তিন বছরের কারাদণ্ড হয়েছে নিম্ন আদালতে।
মঙ্গলবার সংসদ সদস্য বদির অন্যতম আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আমরা আপিল দায়ের করেছি।
এর আগে গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বদির বিরুদ্ধে ২০১৪ সালের ২১ আগস্ট রমনা থানায় অভিযোগপত্র দেয় দুদক।
এতে বলা হয়, সার্বিক তদন্তে আবদুর রহমান বদি তার জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, তার সম্পদের পরিমাণ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার সংসদ সদস্য বদির অন্যতম আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আমরা আপিল দায়ের করেছি।
এর আগে গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বদির বিরুদ্ধে ২০১৪ সালের ২১ আগস্ট রমনা থানায় অভিযোগপত্র দেয় দুদক।
এতে বলা হয়, সার্বিক তদন্তে আবদুর রহমান বদি তার জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, তার সম্পদের পরিমাণ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রে মুসলমানসহ অন্য সংখ্যালঘুদের হয়রানি করা বন্ধ করতে নিজের
সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। নির্বাচনের আগে মুসলিমবিরোধী নানা বক্তব্য দিয়ে বেশ শোরগোল
ফেলেছিলেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
সিবিএসের লেসলি স্টাহলা যখন ট্রাম্পের সামনে মুসলমানদের হয়রানির বিষয়টি তুলে ধরেন জবাবে ট্রাম্প বলেন, এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। এগুলো থামান। আমার বলাতে যদি কাজ হয় আমি বলবো, আমি ক্যামেরার সামনেই বলবো।
নির্বাচনের পর তার বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছে, সেটির সমালোচনাও করেছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
সিবিএসের লেসলি স্টাহলা যখন ট্রাম্পের সামনে মুসলমানদের হয়রানির বিষয়টি তুলে ধরেন জবাবে ট্রাম্প বলেন, এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। এগুলো থামান। আমার বলাতে যদি কাজ হয় আমি বলবো, আমি ক্যামেরার সামনেই বলবো।
নির্বাচনের পর তার বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছে, সেটির সমালোচনাও করেছেন ট্রাম্প।